ঢাকা টু দোহা বা ঢাকা থেকে কাতার বিমানের ভাড়া

ঢাকা টু দোহা বা ঢাকা থেকে কাতার বিমানের ভাড়া

ঢাকা থেকে কাতার বিমানের ভাড়া–

সরাসরি কাতার যাওয়ার জন্য ঢাকা থেকে কাতার সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে ।  কাতার বিশ্বকাপ খেলার সময় এই পোস্টটি অনেকে নজরে আসবে।  অনেকেই ইন্টারনেটে সার্চ করবেন ঢাকা থেকে কাতারের ভাড়া সম্পর্কে।  তাই ভাবলাম ঢাকা থেকে কাতার বিমানের ভাড়া বিষয়ে একটা পোস্ট লিখে রাখি হয়তো অনেকের উপকারে আসবে। 

ঢাকা থেকে কাতারে কোন কোন বিমান ছেড়ে যায় 

ঢাকা থেকে কাতারে যাওয়ার জন্য জনপ্রিয় কিছু ফ্লাইট চালু রয়েছে । আপনি যদি ঢাকা থেকে কাতার এয়ারলাইন্সের অনুসন্ধান করেন তাহলে এখানে নিচে তার তালিকা দেওয়া হল-

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ইন্ডিগো
  • কাতার এয়ারওয়েজ
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • শ্রীলঙ্কান এয়ারলাইন্স
  • ভিস্তারা
  • এয়ার আরাবিয়া

ঢাকা থেকে কাতার বিমানের সময়সূচী 

ঢাকা থেকে বিভিন্ন সময়ে কাতারের উদ্দেশ্যে বিভিন্ন বিমান ছেড়ে যায়।  যেহেতু ঢাকা থেকে সরাসরি কাতারের দোহায় বিমান চলাচল করে তাই এখানে আপনি বিভিন্ন সময়ের বিমানের টিকিট পেয়ে যাবেন।  নিচে ঢাকা থেকে কাতার কিংবা ঢাকা থেকে দোহা বিমানের সময়সূচী দেওয়া হল । 

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-সকাল-১০.০৫মি।
  • শ্রীলঙ্কান এয়ারলাইন্স-দুপুর-২.৩০মি।
  • তুরকিস এয়ারলাইন্স-সকাল-১০ টা
  • এয়ার আরাবিয়া-সকাল-৯.২৫ মি ও রাত-৯.২০ মি।
  • ইন্ডিগো-দুপুর-২.০৫মি।
  • কাতার এয়ারওয়েজ-সকাল-১০.৩০মি ও সন্ধা-৬.১৫ মি।
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স-সন্ধা-৭.৩০ মি।

ঢাকা থেকে কাতার বিমানের ভাড়া কত

ঢাকা টু কাতার কিংবা ঢাকা টু দোহা লিখে ইন্টারনেটে সার্চ করলে আপনি অনেক ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে টিকিটের প্রাইজ দেওয়া থাকে।  নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে ঢাকা থেকে কাতার বিমানের ভাড়া কত।  কারণ একেক কোম্পানি একেক ধরনের ভাড়া নির্ধারণ করে থাকে।  যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন তাহলে এ ব্যাপারে স্পষ্ট ধারণা হয়ে যাবে। 

আরো পড়ুনঃ 

একটা বিষয় জেনে রাখা ভালো যে,  যদি আপনি অগ্রিম টিকিট কাটেন সেক্ষেত্রে যত আগে টিকিট কাটবেন ততো ভাড়ার পরিমাণ কম হবে।  আর আপনি যদি নিকটবর্তী সময়ের জন্য টিকিট কাটেন সে ক্ষেত্রে ভাড়ার পরিমাণ বৃদ্ধি পাবে।  মোটামুটি ভাবে যদি 30 থেকে 35 দিন আগে টিকিট কাটতে পারেন তাহলে টিকিটের মূল্য অনেকটাই সাশ্রয় হবে। 

ঢাকা থেকে সরাসরি দোহা বিমান ভ্রমণ করতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা।  এসময় বিমানে ভ্রমণ করার জন্য প্রত্যেক যাত্রীকে কমপক্ষে 35 হাজার টাকা থেকে 1 লক্ষ 50 কিংবা 1 লক্ষ 70 হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে কাতার বিমান এর কি কোন মেয়ে ক্লাস টিকেটের দাম 35 হাজার থেকে 80 হাজার টাকা পর্যন্ত। 

ঢাকা থেকে কাতার বিজনেস ক্লাস টিকিটের মূল্য 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 

যেহেতু নির্দিষ্টভাবে ভাড়া পরিমাণ বলা সম্ভব নয় তাই এখানে আনুমানিক একটা ফিগার দেখানো হয়েছে।  তবে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ওয়েবসাইটগুলোতে ভিজিট করলে আপনি নির্দিষ্ট করে ভাড়ার তালিকা দেখতে পাবেন। 

শাহীন

আমার নাম মোঃ শাহীনুর ইসলাম । সবাই শাহীন বলে ডাকে। ব্যবসা সংক্রান্ত আলোচনা এবং টেকনোলজি নিয়ে পড়ে থাকতে ভাল লাগে। আমি চাই এই ব্লগের মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads