টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার | Video editing app for android

টিকটক ভিডিও বানানোর সফটওয়্যার
img credit freepik

বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে ভিডিও তৈরি করে আপলোড করার হিড়িক শুরু হয়েছে। বিশেষ করে tiktok তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটিভ প্ল্যাটফর্ম। আমরা অনেকেই tiktok এ ভিডিও তৈরি করার সফটওয়্যার সম্পর্কে জানতে চাই। 

বিশেষ করে যারা এই প্লাটফর্মে একদমই নতুন তারাই মূলত এইসব জানতে চায়। আজকের আর্টিকেলে টিক টক ভিডিও বানানোর সফটওয়্যার অথবা অ্যাপ সম্পর্কে আপনাকে ধারণা দেব। 

আপনি যেহেতু শুধুমাত্র টিক টক ভিডিও বানানোর অ্যাপ সম্পর্কে জানতে চাচ্ছেন তাই আপনাকে বেশি না ঘুরিয়ে পেঁচিয়ে সরাসরি তার তালিকাটি দিয়ে দিলাম। 

  • 1. Video Editor & Maker – InShot
  • 2. Cup Cut – Video Editor
  • 3. YouCut – Video Editor & Maker
  • 4. VN – Video Editor & Maker
  • 5. Video Maker – Video.Guru
  • 6. Ai Video Generator – Vidma ai
  • 7. Videolap – AI video editor
  • 8. Ai Video Editor – Shotcut Ai
  • 9. Funimate Video Editor & Maker
  • 10. Splice – Video Editor & Maker
আপনার ফটো থেকে গুগল প্লে স্টোর থেকে উপরে উল্লেখিত যে কোন একটি অ্যাপ অথবা সফটওয়্যার ইন্সটল করে নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে ভিডিও বানাবেন সেটা জানার জন্য ইউটিউবে সার্চ করতে পারেন। 

উপরে উল্লেখিত আয়াত গুলোর মধ্যে ক্যাপ কাট আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। এছাড়া ক্যাপ কাট হ্যাপি কে টিক টক এর একটি অফিশিয়াল অ্যাপ। 
বিভিন্ন ধরনের ইফেক্ট, টেমপ্লেট, ব্যবহার করে খুব সহজেই আকর্ষণীয় সব ভিডিও তৈরি করা যায়। 

তাছাড়া জনপ্রিয় tiktok এর কাছে জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে ক্যাপকাট। তালিকা তে থাকা এতগুলো অ্যাপ সম্পর্কে না জানলেও হবে। শুধুমাত্র Cup Cut – Video Editor সফটওয়্যারটি ডাউনলোড করে নিলেই হবে। এই একটিমাত্র অ্যাপ দিয়েই আপনি সব ধরনের কাজ করতে পারবেন বলে আমার ধারণা। 

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads