দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে আমাদের আজকের আলোচনা। দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এটি একটি আন্তজেলা ট্রেন। সাধারণত দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পঞ্চগড় থেকে ঢাকা এবং ঢাকা থেকে পঞ্চগড় এই পথে যাতায়াত করে। ঢাকা টু পঞ্চগড়গামী যাত্রীগণ নিয়মিত এই পথে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। দ্রুতযান এক্সপ্রেস ট্রেন হচ্ছে একটি বিলাসবহুল ট্রেন। দূরবর্তী ভ্রমণের জন্য এটি খুবই আরামদায়ক একটি ট্রেন। 

যারা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছিলাম তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। দ্রুত যেন এক্সপ্রেস ট্রেনের সময়সূচির পাশাপাশি এখানে আপনি এই ট্রেনের ভাড়ার তালিকা ও পেয়ে যাবেন। এছাড়া দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রওনা হয়ে পঞ্চগড় যাওয়ার পথে কোথায় কোথায় বা কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয় সেটা সম্পর্কে জানতে পারবেন। 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

এই ট্রেনটি নিয়মিত পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করছে। পঞ্চগড় থেকে সাধারণত রাত আটটায় রওনা করে প্রায় ১০ ঘন্টা পর ঢাকায় পৌঁছায়। এছাড়া ঢাকা থেকে সকাল আটটায় রওনা করে প্রায় ১০ ঘণ্টার পর পঞ্চগড় যে পৌঁছায়। সপ্তাহে কোন প্রকার ছুটি না কাটিয়ে টানা ৭ দিন যাতায়াত করে। অর্থাৎ আপনার কোন দিন ট্রেন আছে কোন দিন ট্রেন নেই সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টপেজ

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় অথবা পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াতের এই পথে কোন কোন স্টপেজে যাত্রী ওঠা নামানো করে সেটা সম্পর্কে নিচে একটি তালিকা দেওয়া হল। ফলে যারা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান বিভিন্ন স্টেশন থেকে তারাও একটা ধারণা পেয়ে যাবেন। যে সকল স্টেশনে এটি স্টপেজ রয়েছে সেখান থেকেও যাত্রীরা উঠে তাদের বিভিন্ন গন্তব্যস্থলে যেতে পারবে। 

স্টেশনের নাম আপ টাইম (757) ডাউন টাইম (758)
বিমান বন্দর 20:27 18:22
টাঙ্গাইল 22:00 16:57
বিবি পূর্ব 22:22 16:33
জামতোইল 23:03 15:36
চাটমোহর 23:42 14:57
ঈশ্বরদী 14:37
নাটোর 00:28 14:04
আহসাংগং 00:52 13:38
সান্তাহার 01:15 13:10
আক্কেলপুর 01:40 12:45
জয়পুরহাট 01:56 12:27
পাঁচবিবি 02:10 12:15
বিরামপুর 02:33 11:52
ফুলবাড়ি 02:47 11:38
পার্বতীপুর 03:15 11:00
চিরিবন্দর 03:40 10:29
দিনাজপুর 04:00 10:04
সেতাবগঞ্জ 04:35 09:32
পীরগঞ্জ 04:51 09:16
ঠাকুরগাঁও 05:15 08:51
রুহিয়া 05:33 08:34
কিসমত 05:42 08:25

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আমরা জানি ট্রেনে সিট ভেদে ভাড়ার ভিন্নতা রয়েছে। ঢাকা থেকে সরাসরি পঞ্চগড় ভ্রমণের জন্য ভাড়ার তারতম্য রয়েছে। সর্বনিম্ন শোভন চেয়ারে ভ্রমণ করলে ৩৯০ টাকা টিকিটের মূল্য পড়বে আর এসি বার্থ বার্থ সিটের ভাড়া পড়বে ১৩৯০ টাকা। নিচে অন্যান্য সিটের ভাড়ার তালিকা দেওয়া হলো। এছাড়া যারা যাত্রা পথের বিভিন্ন স্টপেজ থেকে উঠবেন তাদের ভাড়ার তালিকা এখানে দেওয়া সম্ভব নয়। অবশ্য আপনাকে সেক্ষেত্রে যেই স্টপেজ থেকে উঠবেন সেই স্টপেজের কাউন্টার থেকে জেনে নিতে হবে। অথবা অনলাইনে সার্চ করলেও আপনি সেটার তালিকা পেতেও পারেন। 
 
আসন বিভাগ টিকিটের মূল্য (15% ভ্যাট)
শুভন 390
শুভন চেয়ার 465
প্রথম আসন 620
প্রথম জন্ম 930
স্নিগ্ধা 775
এসি 930
এসি ব্যার্থ 1390
আজকের পোস্টের মূল আলোচনা বিষয় ছিল দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে। এখানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পাশাপাশি ভাড়ার তালিকা এবং এই ট্রেনের স্টপ এর সংখ্যা সেসঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads