এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট ২৮ নভেম্বর ২০২২ তারিখে

 

এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ২০২২ SSC result date 2022
SSC result date 2022

এসএসসি- দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট 2022 প্রকাশ করা হবে 28 নভেম্বর 2022 তারিখে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃজেলা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি 21 নভেম্বর 2010 তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট 2022 প্রকাশের তারিখ গণমাধ্যমকে জানান। 

এর আগে আমরা প্রচার করেছিলাম যে,  ইতিমধ্যে শিক্ষা বোর্ড কর্তৃ ক এসএসসি পরীক্ষার ২০২২ ফলাফল প্রকাশের একটি সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী ২৭ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত সম্ভাব্য তারিখের কথা বলা হচ্ছে কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, ঠিক কবে রেজাল্ট প্রকাশ করা হবে। 

এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ২০২২ SSC result date 2022

এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বরের মধ্যে হতে পারে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার।  

সকল শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ২০২২

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসেবে এবার এসএসসি সমমান দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে পারে 28 নভেম্বর অথবা পহেলা ডিসেম্বর। তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ সমন্বিত প্রস্ত াব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি যেদিন সম্মতি দিবেন সেদিন এই ফল প্রকাশ করা হবে। 

আরো পড়ুনঃ ২০২৩ সরকারি ছুটির তালিকা ক্যালেন্ডার PDF ডাউনলোড

এর আগে ফলাফল প্রকাশের তারিখ জানিয়ে একটি প্রস্তাবনা আন্ত শিক্ষা সমন্বয়কারী বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয়েছে। 

এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২০২২

এবার ২০২২ সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লক্ষ ২১ হাজার ৮৬৮ জন। বাংলাদেশের সর্ব মোট 11 টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল 15 সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা শেষ হয় ১ অক্টোবর ২০২২ ইং তারিখে এবং ১০ থেকে । এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ থেকে ১৫ অক্টোবর ২০২২ ইং তারিখ পর্যন্ত। 

যেহেতু এখনো অফিসিয়ালি ২০২২ সালের এসএসসি সমমান দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। তাই আপাতত সম্ভাব্যতার একটি প্রকাশ করা হচ্ছে। তবে ২০২২ সালে এসএসসি সমমান পরীক্ষার অফিশিয়াল ফলাফল প্রকাশ করা হলে আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। 

এসএসসি সমমান পরীক্ষার ২০২২

পরীক্ষা :মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
সাল :২০২২
পরীক্ষার্থী :২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার তারিখ :১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২
ফলাফলের ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd

এসএসসি সমমান পরীক্ষা ২০২২সালের গ্রেডিং সিস্টেম

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+

বাংলাদেশের শিক্ষাবোর্ডের তালিকা 

শিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহhttps://www.mymensingheducationboard.gov.bd
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads