চুল ঘন করার তেলের নাম

চুল ঘন করার তেলের নাম

 চুল ঘন করার তেলের নাম

 আসসালামালাইকুম আলোচনা-করবো চুল ঘন করার তেলের নাম সম্পর্কে। আমাদের এই পোস্টের মধ্যে আলোচনা করব । চুল ঘন করার তেলের ২০ টি নাম সম্পর্কে। Best Hair Oil Name In Bangla

খুবই ভালো তেলের নাম সম্পর্কে আলোচনা করব। চুল ঝলমলে করার জন্য এই দলগুলো ব্যবহার করতে পারেন। চুল ঘন করার তেলের বৃষ্টি উপায়ে আপনি প্রতিনিয়ত যদি মেসেজ করতে পারেন । তাহলে আপনার চুলের পরিবর্তন দেখতে পারবেন। 

এটি ব্যবহার করলে রক্ত চলাচল বৃদ্ধি পাবে ডিপ কন্ডিশনার থেকে শুরু করে শরীর মনে শান্তি এনে দেবে বৃষ্টি তেলের মাধ্যমে। ইতেল গুলো খুবই উপকারী। আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার চুলের সমস্যা জানতে হবে । 

তারপরে ইতেল গুলো ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাকে জানতে হবে চুলের সমস্যা কি কি । তারপরে তেল গুঁড়া ব্যবহার করুন। চুলের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আগে না জেনে যদি আপনি এগুলো ব্যাবহার করেন । আপনার চুল পড়া আরো দিন দিন বেড়ে যাবে

চুল নিয়ে আমাদের অনেক বিবৃতি পড়তে হয়। কারণ বিভিন্ন লোকজন চুল ঘন করার তেলের বিভিন্ন পদ্ধতি দিয়ে থাকেন। ফলে আপনার চুলের আরো সমস্যা দিন দিন বেড়ে যায়।

 চুল ঘন করার তেলের নাম অনেক রয়েছে সেগুলো জেনে নিন। চুল ঘন করার তেল আপনার চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে ঝলমলে করতে সাহায্য করবে চুলের গোড়া শক্ত করবে ইত্যাদি। যে কোন তেল কেনার আগে আপনাকে আগে দেখতে হবে এই তেলের গুনাগুন কত পরিমাণে রয়েছে। চুল ঘন করার তেল ইতেল গুলো উপকারী কিনা সেগুলো আগে জানতে হবে।

তাই আজকে আলোচনা করবো চুল ঘন করার তেলের নাম সম্পর্কেঃ

বাজারে গিয়ে তেল কিনতে হলে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায় কিন্তু বোঝার উপায় নেই কোন তেল আপনার চুলের জন্য কার্যকারী। তাই আজকে আলোচনা করব চুল ঘন করার তেলের নাম সম্পর্কে।

চুলে মাখার তেল এ কি কি উপাদান থাকা প্রয়োজন জেনে নিনঃ

চুলে ব্যবহার করার জন্য যে তেলের উপাদান গুলো জানা দরকার সেগুলো জেনে নিন।

নিচে উল্লেখিত বিষয়গুলো জেনে নিন ভালো তেলের নাম কি কিঃ

  • অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান।
  •  প্রাকৃতিক নির্যাস  থাকা প্রয়োজন।
  • ভিটামিন বিশেষ করে ভিটামিন ই কে ডি থাকা প্রয়োজন।
  •  চুলের জন্য ভালো তেল এর 12 টি নাম সম্পর্কে জেনে নিনঃ

1. Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil

আয়ুর্বেদিক প্রোডাক্টটি দাবি করেছেন উৎপাদনঃ  আমলকি , মেথি, বঙ্গরাজ, নারিকেল তেল, ছাগলের দুধ ইত্যাদি। ইতেল গুলো ব্যবহার করলে আপনার চুলকে ঝলমলে বাড়াতে ও চুলকে সাদা হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে।

আয়ুর্বেদিক এই তেল প্রাকৃতিক নির্যাসের উপস্থিতির জন্য এই তেল আপনার চুলকে স্বাস্থ্যময় করে তোলবে।তাই আপনি এ তেল ব্যবহার করতে পারেন।

এই তেল ব্যবহার করার সুবিধা জেনে নিনঃ

  • রুক্ষ চুলের জন্য খুবই উপকারী
  • 110 টাকায় 17 জিবি ও 100 মিনিট
  • চুল পড়া বন্ধ করে
  • সাশ্রয়ী মূল্যে পাবেন
  • ১০০% রুক্ষ চুলের জন্য উপযোগী
  • চিটচিটে নয়।

2.  Khadi Natural Rosemary and Henna Hair Oil.

এই তেল এর বিবরণ জেনে নিনঃ

ইতেল আপনার চুলের গোড়া শক্ত করবে সিল্কি করবে চুল কালো হতে সাহায্য করবে ইত্যাদি। প্রোডাক্টটি দাবি করে প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই তেলটিতে হেনা উপস্থিত থাকায় চুলে পুষ্টি যোগায় এবং রোজমেরি উপস্থিত থাকার জন্য সকল ধরনের স্ক্যাল্প ইনফেকশনকে সারিয়ে তুলতে সাহায্য করে। যাদের চুলের নিচের অংশ ফাটে  তাদের জন্য এটি খুবই ব্যবহার উপযোগী।

110 টাকায় 17 জিবি ও 100 মিনিট

 তেলের সুবিধা গুলো জেনে নিনঃ

  • মিনারেল অয়েল মুক্ত
  • প্যারাবেন মুক্ত
  • চুল ঝলমলে করবে এবং চুলের স্বাস্থ্য রক্ষা করবে
  • চুলকে সর্বদা মোলায়েম রাখে
  • রুক্ষ চুলের উপকারী
  • খুব তাড়াতাড়ি আপনি আপনার চুলের ফলাফল পাবেন
  • এই তেলের  অসুবিধা গুলো জেনে নিনঃ
  • এই তেলটি সব চুলের জন্য উপযোগী নয় এটা জেনে রাখতে হবে।

3. Richfeel Brahmi Jaboradi Hair Oil

প্রোডাক্ট বিবরনঃ

এই তেল ব্যবহার করলে আপনার মাথার চুল খুব ভালো থাকবে। চুলের স্বাস্থ্য বৃদ্ধি রাখবে। আপনার চুলকে ঝলমলে করতে সাহায্য করবে। আপনার চুলের ইনফেকশন থেকে দূরে রাখবে।  ই তেল খুবই উপকারী।

তেলের সুবিধা জেনে নিনঃ

  • চুলের রুক্ষ ভাব দূর করে। 
  • তেলটি স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। 
  • রুক্ষ চুলের জন্য উপযোগী।
  • চিটচিটে নয়
  • চুলের সকল ধরনে সমস্যা সমাধান করে

অসুবিধা গুলো জেনে নিনঃ

  • ফেসবুক স্ট্যাটাস : আনলিমিটেড স্ট্যাটাস! 
  • ভাল তেলের নাম জেনে নিন।
  • অন্যান্য তেলের থেকে এ তেলের দাম অনেক বেশি।
  • 110 টাকায় 17 জিপি 100 মিনিট

4. Parachute Advanced Gold Coconut Hair Oil

বিবরণঃ

বাজারে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই তেল।  Parachute Advanced Gold Coconut Hair Oil. এই তেল ব্যবহার করার ফলে আপনার চুলের দূরত্ব সমস্যা দূর হতে সাহায্য করবে। এবং চুল মজবুত করবে।  এই তেল অনেক আগে থেকেই চলে এসেছে। এই  তেলের  প্রচুর পরিমানের ভিটামিন রয়েছে আপনার চুলের জন্য।

 সুবিধাঃ

  • খুব দ্রুত চুল বৃদ্ধি করে
  • আপনার চুলকে মোলামে করবে
  • এতে রয়েছে ভিটামিন
  • আপনার চুলকে মজবুত করতে সাহায্য করবে
  • তেলটি স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখবে

অসুবিধাঃ

  • তেলের ভালো নাম জেনে নিন
  • উগ্র গন্ধ যুক্ত

5. Soulflower Olive Oil

বিবরণঃ

তেলে রয়েছে ভিটামিন এ  কে  ডি  যা আপনার চুলকে ভালো রাখতে সাহায্য করবে। চুলকে দ্রুত বৃদ্ধি সাহায্য করে থাকে এবং মজবুত করবে। Soulflower Olive Oil আপনার চুলকে মসৃণ করতে সাহায্য করে ও এটি দিয়ে ম্যাসাজ করলে স্ক্যাল্প পুষ্টিলাভ করে।

সুবিধাঃ

  • চুল রুক্ষ ভাব দূর করে
  • হালকা ধরনের
  • চুল পড়া বন্ধ করে থাকে
  • চিটচিটে হয়
  • চুলের আর্দ্রতা বজায় রাখে
  • 110 টাকায় 17 জিপি 100 মিনিট
  • ফেসবুক স্ট্যাটাস:  আনলিমিটেড স্ট্যাটাস

 অসুবিধাঃ

  • ভালো সুবিধা পাওয়ার জন্য কিছুদিন সময় লাগতে পারে

6. Dabur Almond Hair Oil

বিবরণঃ

এতে রয়েছে ভিটামিন যুক্ত যা আপনার চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করবে চুলের পুষ্টি গুণ বৃদ্ধি জাগাবে। Dabur Almond Hair Oil. চুল লম্বা হবে এবং চুল মজবুত করতে সাহায্য করবে।

 সুবিধাঃ

  • ভিটামিন ই রয়েছে
  • চুলের পুষ্টি যোগায়
  • চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে
  • চুলে আর্দ্রতা  বজায় রাখতে সাহায্য করে

 অসুবিধাঃ

  • তেলের ভালো নাম জেনে নিন
  • হাল্কা চিটচিটেহতে পারে

৭। প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা সমৃদ্ধ নারকেল চুলের তেল

সুবিধা

  • আপনার চুলের খুশকি দূর করতে সাহায্য করবে
  •  দ্রুত চুলের ফল পাবেন
  •  চুল ঝলমল করবে
  •  চুল  ভালো রাখবে

অসুবিধাঃ

এ তেলের গন্ধ অনেকেই কাছে ভালো লাগে না

৯। হিমালয় হার্বালস অ্যান্টি হেয়ার ফল চুলের তেলঃ

এই তেল আপনার চুলের জ্বর ভাব দূর করবে। চুলের পুষ্টি গ্রহণ করবে। চুল মজবুত করতে। চুল ঝলমলে করবে। এটি অনেক বছর থেকে বাজারে ব্যবহার করা হচ্ছে।

সুবিধাঃ

  • চুলকে সজীব ও মোলায়েম রাখে
  • চিটচিটে ভাব দূর করে চুল পড়া বন্ধ করে

অসুবিধাঃ

  • এ তেল ব্যবহার করার ফলে ভালো পরামর্শ পেতে একটু সময় লাগবে।
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads