বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে

বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে

ফিফা বিশ্বকাপ কর্তৃপক্ষ আয়োজিত কাতার বিশ্বকাপ 2022 এর আসল দেখতে দেখতে খুবই নিকটবর্তী চলে এসেছে। যত খেলা খুব নিকটবর্তী তাই বর্তমানে আমরা দেখছি যে ইন্টারনেটে বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে  এ বিষয়টি নিয়ে প্রচুর সার্চ করছে।  তাই ভাবলাম বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে তা নিয়ে একটি পোস্ট তৈরী করি। আজকের পোস্টে আমরা আলোচনা করব বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে।  আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে এবার ফিফা আয়োজিত কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা 32 টি।  যেখানে 31 টি দল বাছাই পর্ব খেলায় অংশগ্রহণ করার পরে স্বাগতিক দল কাতারের সঙ্গে সংযুক্ত হয়ে মোট 32 টি গোল হয়েছে। 

যেহেতু কাতার বিশ্বকাপ খেলাটি সম্পূর্ণ আয়োজন করছে কাতার দেশটি।  তাই কাতারকে বাছাইপর্ব খেলায় অংশগ্রহণ করতে হয়নি।  কাতার ছাড়া অন্যান্য দলগুলোকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে বাছাইপর্ব খেলায় অংশগ্রহণের মাধ্যমে এবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে হয়েছে। 

আরো পড়ুনঃ 

নিম্নে বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে তার একটি তালিকা দেয়া হয়েছে।  পাশাপাশি এবার বিশ্বকাপ খেলায় মোট ৮টি গ্রুপ অংশগ্রহণ করবে তার তালিকাও দেওয়া রয়েছে। 

আপনারা জানেন যে করনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে ফুটবল বিশ্বকাপের খেলার শিডিউল অনেকবার পরিবর্তন করা হয়েছে।  তবে শেষ পর্যন্ত একুশে নভেম্বর 2022 থেকে ফিফা আয়োজিত কাতার বিশ্বকাপ খেলাটি শুরু হতে যাচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করার জন্য কাতারের আল খোর আল-বয়াত নামক একটি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। মোট 32 টি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এই ফুটবল বিশ্বকাপে খেলা গুলো পরিচালনা করার জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে।  যেমন কাতারের স্থানীয় সময় অনুযায়ী খেলা পরিচালনার সময় হচ্ছে দুপুর একটা,  বিকাল 4,  সন্ধ্যা সাতটা,  রাত দশটায় এবং সর্বশেষ খেলাটি অনুষ্ঠিত হবে রাত একটায়। 

ফিফা কর্তৃক আয়োজিত কাতার বিশ্বকাপ 2022 এর কাতারে আটটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে।  ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং জাঁকজমকপূর্ণ।  কাতার বিশ্বকাপ কে কেন্দ্র করে প্রত্যেকটা স্টেডিয়ামকে অন্যরকম ভাবে সাজিয়েছে।  এবারে বিশ্বকাপে যে সকল স্টেডিয়াম খেলার জন্য প্রস্তুত হলো এডুকেশন সিটি স্টেডিয়াম, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল বাইত স্টেডিয়াম, লুসাইল আইকনিক স্টেডিয়াম, আহমেদ বিন আলী স্টেডিয়াম, আল জানুব স্টেডিয়াম। 

কাতার বিশ্বকাপে কে কোন গ্রুপে

গ্রুপ-এ   :               কাতার, একুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ-বি   :               ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড
গ্রুপ-সি  :               আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ-ডি  :               ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/আরব আমিরাত/অস্ট্রেলিয়া।
গ্রুপ-ই    :               স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/ নিউজিল্যান্ড।
গ্রুপ-এফ :              বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ-জি :               ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ-এইচ :             পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে

বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে । কাতার অনুষ্ঠিত এবারের ফুটবল বিশ্বকাপ ২০২২ বাছাই পর্বে মোট ২০০ টি দল অংশগ্রহণ করেছে।  কিন্তু এখান থেকে চূড়ান্ত বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করবে ৩১ টি দল বা দেশ। 

কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাম সম্পর্কে জানার কৌতূহল থাকলে নিচে তা প্রদান করা হলো। 
  •  কাতার, 
  • নেদারল্যান্ডস,
  •  সেনেগাল 
  • ইকুয়েডর।
  •  ইংল্যান্ড, 
  • যুক্তরাষ্ট্র, 
  • ওয়েলস 
  • ইরান
  •  আর্জেন্টিনা,
  • পোল্যান্ড
  • মেক্সিকো 
  • সৌদি আরব।
  •  ফ্রান্স, 
  • ডেনমার্ক,
  • তিউনিসিয়া 
  •  অস্ট্রেলিয়া
  • জার্মানি,
  • স্পেন
  • জাপান 
  •  কোস্টারিকা
  • বেলজিয়াম, 
  • ক্রোয়েশিয়া
  • কানাডা 
  • মরক্কো।
  • ব্রাজিল
  •  সুইজারল্যান্ড, 
  • সার্বিয়া 
  • ক্যামেরুন।
  • পর্তুগাল
  • উরুগুয়ে,
  • ঘানা 
  •  দক্ষিণ কোরিয়া।
আশা করছে যারা বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে  সম্পর্কে সার্চ করছিলেন তারা সঠিক উত্তরটি পেয়ে গিয়েছেন। 

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads