চুলের গোড়া শক্ত করার উপায়

চুলের গোড়া শক্ত করার উপায়

চুলের গোড়া শক্ত করার উপায়


নারীর সৌন্দর্য হচ্ছে চুল । তাই আজকে আলোচনা করব । চুলের গোড়া শক্ত করার উপায়। নারীদের যদি চুল সুন্দর না হয় তাহলে দেখতে খারাপ লাগে তাই চুলকে সুন্দর করার জন্য যে নিয়ম গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা করব।   এর মধ্যে একটি হলো চুলের গোড়া শক্ত করার উপায়।
 আমরা  অনেকেই বিভিন্ন ভাবে জানার চেষ্টা করি চুলের গোড়া শক্ত করার উপায় সমূহ।  তাই তাদের   জন্য আজ আমাদের এই পোস্ট।

ঠিক থাক ভাবে খাবার না খাওয়া পরিমাণমতো পানি পান না করা সঠিক সময় ঘুমানো এবং টেনশন এবং দুশ্চিন্তার কারণ এইরকম বিভিন্ন সমস্যার কারণে আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।  আপনি যদি এই কাজ গুলো করে থাকেন তাহলে চুলের গোড়া কখনোই শক্ত হবে না।  চুলের গোড়া শক্ত করার উপায় এর জন্য জন্য কিছু নিয়ম কানুন রয়েছে আজকে সেগুলো আলোচনা করব। রক্ষাকবচ স্বরূপ ডাক্তারের পরামর্শের পাশাপাশি চুল গোড়া থেকে শক্ত করতে সাহায্য করবে পাঁচটি উপায়। 

 তাহলে চলুন দেখে নেই চুলের গোড়া কিভাবে শক্ত করা যায় সেই বিষয় সমুহ।

পেঁয়াজের রসের উপকারিতঃপরিমাণমতো পেঁয়াজ নিয়ে পেঁয়াজের রস করে নিন । এক চামচ পেঁয়াজের রস, এক চামচ কাঁচা বাদামের পেস্ট, এই   2 টি উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিন দিন। চুলের  গোড়া ভালোভাবে ব্যবহার করুন পাঁচ মিনিট ধরে। আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

আরো পড়ুন
কাচা বাদাম এ রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট,   ফ্যাট    প্রোটিন  যা চুল বৃদ্ধি করে।
 পেঁয়াজের রস অ্যান্টি-ব্যাকটেরিয়া উপাদান ও  সালফারের উপস্থিতি মাথার রক্ত বৃদ্ধি পায়,এবং চুলের গোড়া শক্ত করে দেয়।

কারি পাতা চুলের যত্নঃ 

  • পরিমাণমতো এক চামচ কারি পাতার পেস্ট, এক চামচ টক দই, এক চামচ মধু, একটি কাচের বাটিতে ভালো করে মিশিয়ে নিন। 
  •  হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলের গোড়ায় লাগিয়ে দিন। 30 মিনিট ধরে ঘষতে থাকুন।
  • 30 মিনিট পর আপনি সাধারণত যে শ্যাম্পু ব্যবহার করে সেই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  এর ব্যবহার হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন।

  • বিটা-ক্যারোটিন, প্রোটিন, আয়রন এবং ফলিক অ্যাসিড এর উপস্থিতি, চুলের গোড়া শক্ত করতে, কারিপাতা-কে একটি বিশেষ স্থান দিয়েছে।

পাতি লেবুর ব্যবহারঃ 
  • পাতি লেবুর রস 1 চামচ, কোকোনাট অয়েল 1 চা চামচ,  মধু এক চামচ এই তিনটি উপকরণ একটি কাচের বাটিতে নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ভালো করে ঘষে 15 মিনিট ধরে নি সাথে থাকুন। 

  • এরপর রেখে দিন এক থেকে দুই ঘন্টা পর্যন্ত তারপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। 
  •  ব্যবহারের নিয়ম সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন।


  • সাইট্রিক এসিড এবং শক্তিশালী ভিটামিন সি, পাতিলেবু-তে বিদ্যমান যা চুলের গোড়া শক্ত করতে অদ্বিতীয় উপাদান আর কোকোনাট বা আমন্ড অয়েলের গুনাগুন, নতুন করে আর কি বলব!

ক্যাস্টর অয়েল  এর ব্যবহারঃ 
  • কাস্টার ওয়েল এক চামচ কোকোনাট অয়েল 1 চামচ অলিভ অয়েল এক চামচ এবং সব কিছু পরিমাণ মতো একটি কাচের বাটিতে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 
  • তারপর একটি পাত্রে মিশ্রণটি ঢেলে 15 মিনিট গরম করে নিন। 
  •  এরপর ঠাণ্ডা করে আঙ্গুল দিয়ে ভালোভাবে চুলের গোড়ায় 10 মিনিট মেসেজ করুন।
  • মেসেজ করার দুই ঘন্টা পরে আপনি সাধারণত যে শ্যাম্পু ব্যবহার করেন সে শ্যামপুর সাহায্যে ভালো করে মাথা ধুয়ে নিন।
  •  সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন।
  • ভিটামিন বি, সি ও প্রোটিনসমৃদ্ধ নারকেল তেল, চুলের ন্যাচারাল কন্ডিশনার আর ক্যাস্টর অয়েল, ভিটামিন-ই এবং ফ্যাটি এসিড-এ ভরপুর, যা চুলের গোড়া করার উপায় এর ক্ষেত্রে কার্যকর হবে। 
আমলকির ব্যবহারঃ চুলের গোড়া শক্ত করার উপায়
  • পরিমাণমতো আমলকীর গুঁড়া, এক চামচ কেশুত পাতার রস, মেথি ভেজানো  পানি পরিমাণমতো।  সবগুলো সব গুলো একত্রে  একটি কাচের  বাটিতে ভালোভাবে মিশিয়ে নিন। 
  • এই পেস্ট তৈরি করার সময় হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  •  হয়ে গেলে তারপর চুলের গোড়ায় 15 মিনিট ধরে যত্নসহকারে ম্যাসাজ করুন।
  • এক থেকে দেড় ঘণ্টা পর আপনি সাধারণত যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
  •  এর ব্যবহার হচ্ছে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন ব্যবহার করুন।
  •  আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি  অ্যামিনো অ্যাসিড পাতার রয়েছে শ্ টেস্ট ও টি-টোয়েন্টি এলিমেন্ট যা চুলের গোড়া শক্ত করে দেয়।  সাথে সাথেই চুলের ব্যবহার বৃদ্ধি পাবে।


শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads