গেম খেলে টাকা ইনকাম ২০২৪ বাংলাদেশে (প্রমানিত উপায়)

বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়

গেম খেলে টাকা ইনকাম করা যায় এটা আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন। কিন্তু কিভাবে সেটা সম্ভব সেটা হয়তো আপনার জানা নেই। কিংবা যতটুকু জানা আছে সেটিতে অনেক ঘাটতি রয়েছে। তাই আজকে আমরা কিভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় সেটি সম্পর্কে বিস্তর আলোচনা করব। 

গেম খেলে কত টাকা ইনকাম করা সম্ভব?

আপনি যেহেতু গেম খেলে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তাই গেম খেলে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা সম্পর্কে সবার প্রথম সুস্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। 


যারা গেম খেলাটাকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য উপরের ছবিটি দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এর বিখ্যাত দুইজন ভিডিও গেমারের মাসিক ইনকামের পরিমাণ। PewDiePie ভিডিও গেম খেলে 4.85 মিলিয়ন ডলার মাসে আয় করে ।  

স্ক্রিনশট দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন আমিও এ ধরনের গেম খেলে টাকা ইনকাম করতে চাই। ধৈর্য ধরুন এবং আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন ইনশাআল্লাহ আপনি কিভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। 

১. Video Game Content Creator

অনলাইন থেকে টাকা ইনকামের জন্য Video Game Content Creator দের ব্যাপক চাহিদা রয়েছে । সেক্ষেত্রে যারা গেম পছন্দ করে সেই কমিউনিটিতে ভিডিও আপলোড করা, আর্টিকেল লেখা ইত্যাদি কাজ নিয়মিত করে যেতে হবে। ভিডিও গেম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কোন কোন বিষয়ের উপর ফোকাস টাকা দরকার তার নিচে দেওয়া হল- 
  • গেমিং টিউটোরিয়াল তৈরি করা
  • গেম রিভিউ করা
  • গেমিং ইকুইপমেন্ট আনবক্সিং ভিডিও তৈরি করা
  • যেকোনো গেম শুরু থেকে শেষ পর্যন্ত খেলা
  • লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনার কমিউনিটি কে এন্টারটেইন করা
  • গেমিং পিসি বিল্ড এর ভিডিও তৈরি করা
TheRadBrad একটি জনপ্রিয় গেমিং youtube চ্যানেল। ebizfacts.com এর তথ্য অনুযায়ী স্পাইডারম্যান গেমটি সম্পূর্ণ খেলে ১৮ মিলিয়ন ভিউ অর্জন করেন এবং সেখান থেকে তার প্রতি মাসে আয় হয় ৭২৫ ইউএস ডলার থেকে 11600 ইউএস ডলার ইউ এস ডলার, যদিও এটি  socialblade.com র তথ্য। 

ভিডিও গেম কনটেন্ট ক্রিয়েটিং করে কত টাকা ইনকাম করা যায়

এটা সম্পূর্ণ নির্ভর করতে আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিস এর উপর। অনলাইনে অনেক বড় বড় ভিডিও গেম কন্টেনক্রিয়েটর রয়েছে যাদের ইনকামের পরিমাণ বেশ ভালো। যেমন ইউটিউবে নিঞ্জা নামের ইউটিউব চ্যানেলটি ২০১৯ সালে $17 million আয় করেন। এ ধরনের অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা অনলাইনে ভিডিও গেম কনটেন্ট ক্রিয়েট করে প্রচুর টাকা ইনকাম করছে। 

ভিডিও গেম কনটেন্ট ক্রিয়েটর গণ কিভাবে আয় করে

  • ইউটিউবের বিজ্ঞাপন
  • স্পন্সর ভিডিও অথবা আর্টিকেল
  • অ্যাডভার্ট টিউটোরিয়াল
  • ডোনেশন
আরো আছে
  • কনটেন্ট লাইসেন্স
  • মার্চেন্ডাইজ 
  • ভিডিও সাবস্ক্রিপশন
  • Affiliate marketing 

২. Live-Streamer 

লাইভ স্ট্রিমিং করেও অনলাইনে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। যারা লাইভ স্ট্রিমিং করে তাদের মূল কাজ হচ্ছে তার কমিউনিটি তে যারা যুক্ত থাকবে তাদেরকে বিনোদন দেওয়া। যদিও প্রথমদিকে কমিউনিটি বিল করতে একটু সময় লাগবে এবং প্রথম দিকে আর্নিং এর পরিমাণ একটু কম থাকবে। কিন্তু ভালো কমিউনিটি বিল্ড করতে পারলে এখানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে। 

লাইভ স্ট্রিমিং করার জনপ্রিয় প্ল্যাটফর্ম

  • Twitch
  • Facebook
  • YouTube

Twitch থেকে কেমন ইনকাম হয়

টুইস থেকে ইনকামের পরিমাণ নির্ভর করে প্রত্যেকের নিজের পারফরমেন্সের উপর। এখানে কয়েকভাবে ইনকাম করা যায় যেমন পেইড সাবস্ক্রিপশন, Bits Receiving, রোলিং অ্যাড, এছাড়াও বিজনেস পরিচালনা করা, এফিলিয়েট লিংক শেয়ার, ডোনেশন সহ আরো বিভিন্ন উপায় রয়েছে। 

ফেসবুক গেমিং থেকে কেমন ইনকাম হয়

যদি অলরেডি আপনার ফেসবুকে একটি কমিউনিটি বিল্ড করা থাকে তাহলে সেখানে ফেসবুক গেমিং শুরু করাটা বুদ্ধিমানের কাজ হবে। 

ফেসবুক গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়

ফেসবুকে গেম খেলে কেমন টাকা ইনকাম করা যায় এটার প্রমাণস্বরূপ আপনারা helms world ফলো করতে পারেন। বর্তমানে ফেসবুক থেকে ইনকামের অনেকগুলো উপায় রয়েছে। যেমন in stream ad, স্টার, ডোনেশন, স্পনসরশীপ ইত্যাদি। 

ইউটিউব থেকে ভিডিও গেম কনটেন্ট তৈরি করে ইনকাম

ইউটিউবে গেমিং সেকশন নামে আলাদা একটা সেকশন রয়েছে যেখানে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিও গুলো প্রমোট করা হয় । তাই যদি অনলাইন থেকে টাকা ইনকাম করার চিন্তাভাবনা থাকে আবার সেটা গেম খেলে তাহলে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করা শুরু করুন। 

বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়

যদি শুধুমাত্র গেম থেকেই টাকা পেতে চান তাহলে কিছু গেম রয়েছেন। যে গেমগুলো আপনাকে পেমেন্ট করবে যদি আপনি সেগুলো খেলেন। যে সব গেম রিয়েল মানি দেয় তার একটি তালিকা নিচে দেওয়া হল। 
1. Swagbucks 
2. Solitaire Cube 
3. 21 Blitz 
4. Slingo
5. Lucktastic
6. Slotomania 
7. 888poker
এখানে যে গেম এর তালিকা গুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবেন তারপর সিদ্ধান্ত নিবেন । জানার জন্য ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, গুগল রয়েছে। 

ভিডিও গেমের জার্নালিস্ট

সাংবাদিক বা জার্নালিস্ট এর কাজ সংবাদ সংগ্রহ করা। গেমিং সম্পর্কেও সংবাদ সংগ্রহ করা, সেগুলো সম্পর্কে লেখালেখি করা ইত্যাদি করে ভালো করা সম্ভব। একজন গেমিং জার্নালিস্ট যেভাবে টাকা ইনকাম করতে পারবেন তার তালিকা হচ্ছে- 
  • Writing game reviews
  • Reporting gaming news
  • Interviewing figures in the video game industry
  • Covering game industry events
তবে অবশ্যই ইন্টারন্যাশনাল মানের জার্নালিজম করতে হবে। যদি জার্নালিস্ট এর উপরে কোর্স করা থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। ইন্টারন্যাশনালি ভিডিও গেম নিয়ে ভালোভাবে লিখতে হবে। লেখার দক্ষতা যত ভালো হবে পাশাপাশি পোর্টফোলিওটা যত ভারী হবে ইনকামের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
 

গেমিং টুর্নামেন্টে অংশগ্রহণ করা

ইন্টারন্যাশনালি বড় বড় গেমিং টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেসব টুর্নামেন্টের প্রাইজ মানিও থাকে ভালো। যারা চ্যাম্পিয়ন হয় তারা মোটামুটি ভালো এমাউন্টের টাকা পয়সা পায়। আমাদের বাংলাদেশেও রিসেন্টলি অনেকেই বিভিন্ন গেমিং টুর্নামেন্টের আয়োজন করছে। এই তো কিছুদিন আগেই ব যমুনা ফিউচার পার্কে আবার বসুন্ধরা শপিং কমপ্লেক্স গেমিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ধরনের গেমের টুর্নামেন্ট হতে পারে যেমন-  Dota 2, Call of Duty, Fortnite, ইত্যাদি। 

গেমিং পডকাস্ট শুরু করতে পারেন

পডকাস্ট সারা বিশ্বব্যাপী খুবই শক্তিশালী একটি অর্থনৈতিক শক্তি। পডকাস্ট এর মার্কেট ভ্যালু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইউটিউবে ভিডিও পটকাস্টের প্রসার বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি যদি গেমিং করতে পছন্দ করেন, তাহলে এই বিষয়ে একটি ব্রডকাস্ট চ্যানেল শুরু করতে পারেন। পডকাস্টে যে সকল বিষয়ে আলোচনা করতে পারেন তা হলো- 
  • Commentary on gameplay
  • New game reviews
  • Industry news
  • Interviews with gaming industry representatives
  • Audience question-and-answer sessions
  • Humor
একটি পডকাস্ট প্লাটফর্মকে যেভাবে মনিটাইজ করা যাবে বা যেভাবে টাকা ইনকাম করা যাবে তা হলো- 
  • Crowdfunding and donations
  • Selling premium content, such as tutorials or coaching
  • Hosting exclusive events
  • Advertising revenue
  • Brand sponsorships
  • Promoting affiliate marketing products

গেমিং করে টাকা ইনকামের আরো কিছু উপায়

বেশি লেখালেখি করলে আপনারা বোরিং হয়ে যেতে পারেন। তাই সংক্ষেপে আরো কিছু উপায় বলে দিচ্ছি। আরো যেসব উপায় অবলম্বন করে গেমিং করে টাকা ইনকাম করা যায় তা হল- গেম প্লে টেস্টিং অর্থাৎ নতুন একটি গেম লঞ্চ হওয়ার আগে সেটা সম্পর্কে খুঁটিনাটি ভুল ধরার থাকলে ধরে দেওয়া, গেম ডেভলপার, গেম কোচিং, গেম সম্পর্কে গাইড লাইন মূলক ব্লগ, quality assurance আরো নানান উপায় থাকতে পারে। তবে আমার নলেজে যতটুকু এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 

সবশেষে বলতে চাই, ভিডিও গেমিং করে টাকা ইনকাম করার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমাদের বাংলাদেশে ও বর্তমান সময়ে অনেক গেমার বের হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে পরিচিতি পেয়েছে। নিজের পরিচিতি প্লাস ভালো অংকের টাকা ইনকাম সবমিলিয়ে এই প্লাটফর্মে ভবিষ্যৎ ভালো। বাংলাদেশ হিসেবে যদিও একমাত্র গেমিং পেশাকে পেশা হিসেবে নেওয়া  ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরেও লেগে থাকলে একটা সময় কন্টেন্ট ক্রিয়েশন থেকে ভালো ইনকামের পথ খোলা সম্ভব। 
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads