ঘরে বসে অল্প সময়ে অনলাইনে লোন পাওয়ার উপায়

অনলাইনে লোন পাওয়ার উপায়
অনলাইনে লোন পাওয়ার উপায়

বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ ও বর্তমান অনলাইনের দিক দিয়ে জনপ্রিয়। এখন ঘরে বসে অনলাইনে বিভিন্ন কিছু করা যায়। এবং ঘরে বসে অনলাইনে খুব সহজেই লোন পাওয়া যায়। অনলাইনে লোন পাওয়ার জন্য কোনরকম খাটনি বা কষ্ট করতে হয় না। আজ আমরা অনলাইনে লোন পাওয়ার উপায় জানব। 

 ★ ঘরে বসে অনলাইনে লোন পাওয়ার উপায় 

হঠাৎ কখনো যদি লোন প্রয়োজন হয় আর ব্যাংক থেকে লোন নেওয়া  ঝামেলা মনে হয় তাহলে খুব সহজেই অনলাইনে লোন নিতে পারবেন।অনেকেই বারবার ব্যাংকে গিয়ে লোন উত্তোলন করতে অনেক সমস্যা পরে।তাই ঘরে বসে খুব সহজে অনলাইনে লোন তোলাটাই বেশি সুবিধা। বর্তমানে গ্রাহকেরা অনলাইনে আবেদন করে খুব সহজেই লোন তুলছে।অনলাইনের সেবা প্রদানের পর থেকে অনেকেই ঝামেলামুক্ত অনলাইনে লোন নিয়ে থাকে।

★ বাংলাদেশে অনলাইনে লোন পাওয়ার উপায়

 বাংলাদেশ বর্তমান অনেক ব্যাংক ও মোবাইল ফাইন্যানসিয়াল আছে যার মাধ্যমে গ্রাহকেরা অনলাইনে লোন নিচ্ছে।এগুলো হলো

  • * বিকাশ 
  • * ঢাকা ব্যাংক
  • * প্রাইম ব্যাংক লিমিটেড 
  • * কর্মসংস্থান ব্যাংক 
  • * ব্র্যাক ব্যাংক 
  • * সিটি ব্যাংক

★ অনলাইনে লোনের আবেদন  যেভাবে করতে হয় 

অনলাইনে লোনের আবেদন করতে হলে প্রথমে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আলাদা আলাদা অ্যাপের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন করতে হয়। আমরা তার নিয়ম জানবো। 

★ বিকাশে লোনের উপায় 

অনলাইনে আবেদন করার সবথেকে সহজ উপায় হচ্ছে বিকাশে। বিকাশে লোনের জন্য গ্রাহকদের কোন কাগজপত্র ছাড়া সহজে লোন নেওয়া যায়। বিকাশে লোন নিতে হলে সর্বপ্রথম মোবাইলে বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপরে 

  • * বিকাশ অ্যাপ লগ ইন করতে হবে এবং More অপশনে গিয়ে Loan এ ট্যাপ করতে হবে। 
  • * তথ্য শেয়ারের অনুমতি প্রদান করে পরবর্তী ধাপ এগিয়ে যেতে হবে। 
  • * Take loan এ ট্যাপ করে পরের ধাপে লোনের পরিমান ও কিস্তির মেয়াদ নির্বাচন করতে হবে।
  • * কত টাকা লোন ও কত টাকা পরিশোধ করতে হবে তা দেখে পরের ধাপে এগিয়ে যেতে হবে।
  • * লোন সম্পর্কে নিয়মাবলি দেখে Agree এ ট্যাপ করতে হবে।
  • * লোন নিশ্চিত করতে বিকাশ একাউন্টের পিন দিতে হবে।এবং বিকাশের উপর ট্যাপ করে লোন রিকোয়েস্ট সম্পন্ন করতে হবে। 

★ বিকাশে লোনের সুবিধা 

  • * আবেদন আবেদন করার সাথে সাথে লোন পাওয়া যায়। 
  • * তিন মাস মেয়াদি লোন পাওয়া যায়। 
  • * কোন কোন বিকাশ একাউন্ট বা জামানত লাগবে না। 
  • * কাগজপত্র কাগজপত্র প্রয়োজন হয় না। 
  • * একাউন্ট ব্যালেন্স থেকে অটো- লোন কিস্তি পরিশোধের সুবিধা।
  • * লোনের উচিত ব্যাংক প্রসেসিং  ফি ০.৫৭৫% (০.৫%)ভ্যাট।

★ সিটি ব্যাংকে অনলাইনে ঋণের আবেদন 

বিকাশ ও সিটি ব্যাংক মিলে বিকাশে লোনের সুবিধা চালু করেছে। বিকাশ ও সিটি ব্যাংকের মধ্যে পার্টনারশিপ রয়েছে। বিকাশ বা সিটি ব্যাংক থেকে লোন নিতে পারবেন কিনা সেটা জানতে হলে বিকাশ বা সিটি ব্যাংকের লিংক থেকে ঘুরে আসতে পারেন। 

★ বিকাশ লোনের ফিচার

  • * লোনের পরিমান - ৫০০ থেকে ২০,০০০ টাকা।
  • * ঋণের মেয়াদ - ৩ মাস
  • * সুদের হার - ৯% বাৎসরিক 
  • * লোন পরিশোধ বিলম্ব ফি - ২% বাৎসরিক। 

★ ঢাকা ব্যাংক কাতৃক চালু হওয়া চালু হওয়া অনলাইনে লোনের আবেদন 

বাংলাদেশের প্রথমবারের মতো কর্মজীবীদের জন্য অনলাইনে ঋণের সুবিধা চালু হয়েছে। কোন কাগজপত্র ছাড়া গ্রাহকের তথ্য যাচাই বাছাই করে ১৫ মিনিটের মধ্যে গ্রাহকের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া আছে লোনের টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ২০২৩ সালে ঢাকা ব্যাংক ই- ঋণ বা e- loan অ্যাপের মাধ্যমে অ্যাপ এর মাধ্যমে ই সেবা গ্রাহকের কাছে পৌঁছে দেয়। 

★ ঢাকা ব্যাংক লোন নেওয়ার যোগ্যতা 

এই লোন নিতে হলে বয়স ২১ থেকে ৫৭ এর মধ্যে হতে হবে। লোন নেওয়ার জন্য মিনিমাম মাসিক ইনকাম হতে হবে ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা। 

★ লোনের পরিমাণ 

২৫,০০০ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। 

★ ঢাকা ব্যাংকের লোনের সুবিধা 

  • * প্রক্রিয়াকরণ ফি ১.৫% থেকে ২ %।
  • * ঋণ ওভার সুবিধা। 
  • * লোন পরিশোধের মেয়াদ ১২ মাস হতে ৪৮ মাস সর্বোচ্চ। 
  • * দেশের যেকোনো জায়গার Branch হতে ঋণ ও কিস্তি পরিশোধের সুযোগ। 

★ ঋণ পরিশোধের নিয়ম 

মাসিক কিস্তির সুদের হার সর্বোচ্চ ৯% থাকে। 

★ আবেদন করতে যা লাগবে 

  • * রঙিন ছবি 
  • * আইডি কার্ডের ফটোকপি 
  • * চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস পরিচয় পত্র/ সেলারি সার্টিফিকেট / ভিজিটিং কার্ড ইত্যাদি। । 
  • * নমিনি ও তার ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি। 
  • * নমিনের সিআইডি রিপোর্ট। 

★ কর্মসংস্থান ব্যাংক 

দেশের বেকার অথচ শিক্ষিত ও দক্ষ নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্প সুদের ও সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে এই ব্যাংকটি। 

★ কর্মসংস্থান ব্যাংক অনলাইনে লোনের আবেদন 

প্রথমে ব্যাংকের ওয়েবসাইটে লোন অ্যাপ্লিকেশন ফর্মে চলে যেতে হবে। তারপর 

  • * প্রথমে প্রজেক্ট এরিয়া সিলেক্ট করতে হবে। 
  • * নিজের নাম দিতে হবে। 
  • * জাতীয় পরিচয় পত্রের নাম্বার  ও মোবাইল নাম্বার। 
  • * বাবা ও মায়ের নাম। 
  • * বর্তমান ঠিকানা। 
  • * নমিনি ও তার জাতীয় পরিচয় পত্র নাম্বার। 
  • * জন্মতারিখ। 
  • * সবার শেষে প্রজেক্ট টাই বা প্রজেক্টর সিলেক্ট করতে হবে। 

তথ্য দেওয়া হয়ে গেলে Submit অপশনে ক্লিক করে ফর্মটি জমা দিতে হবে। 

★ অনলাইনে লোনের সুবিধা 

বর্তমানে ডিজিটাল যুগের সবকিছু অনলাইনে করা সম্ভব ঠিক তেমনি অনলাইন এর মাধ্যমে ঘরে বসে টাকা লোন  নেওয়া যায়। অনলাইনে লোনের কারণে ঘরের ব বসে খুব সহজে ঝামেলা মুক্ত  লোন পাওয়া যায়। এ অনলাইনে লোনের এই সুবিধার কারণে বারবার করে ব্যাংকে যেতে হয় না।

★ যেসব ব্যাংক অনলাইনে লোন দিয়ে থাকে 

  • * বাংলাদেশ ব্যাংক 
  • * গ্রামীণ ব্যাংক 
  • * জনতা ব্যাংক 
  • * ইসলামী ব্যাংক 
  • * এশিয়ান ব্যাংক 
  • * সিটি ব্যাংক 
  • * আল আরাফা ব্যাংক 
  • * ইবিএল ব্যাংক 
  • * ব্রাক ব্যাংক 
  • * সোনালী ব্যাংক 

এছাড়া বাংলাদেশের আরো অনেক ব্যাংক আছে যেগুলো থেকে আপনারা অনলাইনে লোন নিতে পারবেন।  

★ অনলাইন লোন কি নিরাপদ?

এটা আপনাকে যাচাই-বাছাই করে নিতে হবে। কেননা এক এক অ্যাপের একেক রকম নিয়ম। প্রথমে আপনি সবগুলো অ্যাপ এর টাইম এন্ড কন্ডিশন যাচাই-বাছাই করে নিতে হবে।

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads