দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ

দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ
দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য 

আবেদনপত্রঃ দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ

একুশে জুন ২০২৩ ইং

বরাবর,

প্রধান শিক্ষক,

গুমাইল উচ্চ বিদ্যালয়

আশুলিয়া, সাভার, ঢাকা। 

বিষয়ঃ দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির জন্য আবেদন। 

জনাব, 

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী। বিগত তিন বছর যাবৎ আমি আপনার বিদ্যালয়ে যথারীতি অধ্যয়ন করে আসছি। পরীক্ষায় সব সময়ই আমার ফলাফল ভালো। প্রত্যেক বছরই আমি প্রথম হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার পিতা একজন নিম্ন বেতনভোগী সরকারি কর্মচারী। পরিবারের ভরণপোষণ ছাড়াও আমাদের তিন ভাইয়ের লেখাপড়ার খরচ তাঁকেই অতি কষ্টে চালাতে হচ্ছে। গত বার্ষিক পরীক্ষায়ও আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু বই-পুস্তক ক্রয় করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। অতএব, হুজুরের নিকট আমার আকুল প্রার্থনা এই যে, নতুন শিক্ষা বছরের বই পুস্তক ও খাতাপত্র কেনার জন্য আমাকে বিদ্যালয়ের দরিদ্র তহবিল হতে ২০০০.০০ (দুই হাজার) টাকা দান করতে আপনার আজ্ঞা হয়। বিনীত-


আপনার অনুগত ছাত্র

সুমন

দশম শ্রেণি; রোল নম্বর-১

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads