শিক্ষা সফরের অনুমতি এবং আর্থিক সাহায্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ

শিক্ষা সফরের অনুমতি এবং আর্থিক সাহায্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ

আবেদন পত্রঃ শিক্ষা সফরের অনুমতি এবং আর্থিক সাহায্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ। 

৩০. ০১. ২০২০

প্রধান শিক্ষক,

রতনপুর উচ্চ বিদ্যালয়,

রতনপুর, শরীয়তপুর।

বিষয় : শিক্ষাসফরের অনুমতি ও আর্থিক সাহায্যের জন্য আবেদন। 

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। প্রতি বছরের মতো এবারও বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে শিক্ষাসফরে প্রেরণ করা হচ্ছে বলে আমরা জানতে পারলাম। আমরা স্বীকার করছি, বিজ্ঞান বিভাগের ছাত্রদের শিক্ষাসফরের গুরুত্ব অপরিহার্য। তবে মানবিক বিভাগের ছাত্রদেরও শিক্ষাসফরের প্রয়োজনীয়তা আছে। বিজ্ঞান বিভাগের ছাত্রদের সাথে মানবিক বিভাগের ছাত্রদেরকে এ সুযোগ দেওয়া দরকার। এতে মানবিক বিভাগের ছাত্রদের ব্যবহারিক শিক্ষার সাথে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। সেই সঙ্গে ভূগোলের জ্ঞানলাভসহ দেশের ভূপ্রকৃতি, সম্পদ, মানুষ ও জীবনযাপন প্রণালির ছবি যত সহজে দেখা যাবে, বইয়ের পাতায় ততটা কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আর ভ্রমণে আছে দেশ এবং তার মানুষকে জানার সুযোগ। তাছাড়া শিক্ষাসফরের অর্ধেক ব্যয় সফরে যেতে 'ইচ্ছুক ছাত্ররা বহন করবে। আর স্কুল কর্তৃপক্ষকে বাকি অর্ধেক ব্যয় বহন করার জন্য অনুরোধ করছি।

অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা যে, আমাদের আবেদনটি বিবেচনা করে মানবিক বিভাগের ছাত্রদেরকে এ বছর শিক্ষাসফরে প্রেরণ করে যথার্থ জ্ঞান অর্জনের সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত-

আপনার একান্ত অনুগত

দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads