BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning

The full meaning of BBA is Bachelor of Business Administration, an undergraduate degree program that provides students with comprehensive knowledge an
BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning
BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning 

BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করছি যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না তারা জানতে পারবে। যারা উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা করে তারা BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning  এই শব্দটির সঙ্গে পরিচিত। অনেকেই উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার সময় এই শব্দটির সঙ্গে পরিচিত হন এবং এটার অর্থ খোঁজেন বা BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning  খোঁজেন। 

BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning 

BBA হচ্ছে একটি উচ্চতর ডিগ্রীর নাম। যেটি সাধারণত উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাণিজ্য শাখা থেকে যে সকল শিক্ষার্থীরা পাশ করে তারা বাণিজ্য শাখা সামঞ্জস্য বিষয়গুলোতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় তারা এই ডিগ্রি অর্জন করে। অর্থাৎ উচ্চশিক্ষা বা বাণিজ্য শাখার যে কোন বিষয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইলে অথবা অনার্স করতে চাইলে এই বিষয়ে উচ্চ ডিগ্রি অর্জন করতে হয়। অর্থাৎ যারা বিবিএ তে পড়াশুনা করে তারা বাণিজ্য শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করে এখানে ভর্তি হয়। বাণিজ্য সরকার বিষয়গুলো হচ্ছে একাউন্টিং, মার্কেটিং, ইত্যাদি। বাণিজ্য সরকার এ সকল বিষয়ে যারা অনার্স ডিগ্রি অর্জন করবেন তাদেরকেই মূলত বিবিএ ডিগ্রী অর্জনকারী বলা হয়। 

BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning 

BBA হচ্ছে উচ্চতর একটি ডিগ্রির শর্ট ফর্ম। যেটার ফুল মিনিং হচ্ছে-
  • B= Bachelor 
  • B= Business 
  • A= Administration
  • BBA= Bachelor of Business Administration 
তাহলে আমরা বুঝতে পারলাম BBA এর পূর্ণরূপ বা BBA Full Meaning হচ্ছে Bachelor of Business Administration. 

BBA এর পূর্ণরূপ কি? BBA Full Meaning 

পড়াশোনার ক্ষেত্রে অথবা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে বিবিএ শব্দটি ব্যবহার করা হয় তবে এটার বাইরেও আরো অনেকভাবে এই শব্দটির ফুল ফর্ম করা যায়। বিবিএ এর আরো কিছু ফুল মিনিং তুলে ধরলাম। যদিও উপরে যেটি বর্ণনা করেছি সেটির জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেটের চার্জ করা হয়। 
  • Black Business Association
  • Bankruptcy Bar Association
  • British Bankers Association
  • Boston Bar Association
  • Balkan Bulgarian Airlines
  • Balanced Budget Agreement
  • Belgian Boomerang Association
  • Basic Build Analysis
  • Bis Brothers of America
আমার নাম রোকেয়া খাতুন (রেশমা) । পেশাতে আমি একজন গৃহিনী তবে অলাইনে লেখালেখি করতে ভালবাসি। এছাড়াও ইউটিউবে ফুডবাড়ি নামে আমার একটি চ্যানেল আছে।