যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে lyrics

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে lyrics

 

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে lyrics
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে lyrics

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে ২

তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে ২

 

আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়

কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই ২

যদি মনের মতো গাঁথা মনের মত না হয়

মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে

আআআআ - তুমি ঘুম পাড়িয়ে দিও

 

কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়

তুমি নূর মদিনা ছাড়ি আসবে কিগো নিশ্চয় ২

আআআআ -

যদি রাখ সত্যি সত্যি চরণ পাপীর ঘরে ২

জীবন কাটিয়ে দিব তার ছাপের চারপাশে

আআআআ - তুমি ঘুম পাড়িয়ে দিও

 

লিখে এই বাসনায় আহমক গজল নাতে পাক

হয় আসবে ভাঙ্গা ঘরে নয় পরবে তোমার ডাক ২

আআআআ-

যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা ২

তার আশা ভরসা তুমি তোমাকে ভালোবাসে

আআআআ- তুমি ঘুম পাড়িয়ে দিও

 

যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে

যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে

তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে

Source: https://lyricstranslate.com

আমার নাম রোকেয়া খাতুন (রেশমা) । পেশাতে আমি একজন গৃহিনী তবে অলাইনে লেখালেখি করতে ভালবাসি। এছাড়াও ইউটিউবে ফুডবাড়ি নামে আমার একটি চ্যানেল আছে।