টেকনো স্পার্ক ১০ প্রো বাজেটে সেরা ডিল

টেকনো স্পার্ক ১০ প্রো বাজেটে সেরা ডিল
টেকনো স্পার্ক ১০ প্রো

দেশের বাজারে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হল আর সেটি হচ্ছে টেকনো স্পার্ক ১০ প্রো। ১৮ হাজার টাকার মধ্যে যতগুলো স্মার্টফোন রয়েছে বলা হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বেস্ট ডিল ঠিক এই সময়ে। আবার অনেকেই বলছেন বাজেট গেমিং ফোন। চলুন টেকনো স্পার্ক 10 প্রো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

টেকনো স্পার্ক ১০ প্রো এর ডিসপ্লে 

প্রথমে জানবো ডিসপ্লে সম্পর্কে, এটাতে রয়েছে 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে সঙ্গে 90 হার্জ রিফ্রেস্ট রয়েছে। সাধারণত প্রিমিয়াম সিগমেন্টের ফোনগুলোতে ব্যাক প্যানেলে গ্লাস থাকে কিন্তু এবার টেকনো বাজেটের মধ্যে প্রোস্টেট গ্লাস ব্যাগ দিয়ে দিয়েছে। 

টেকনো স্পার্ক ১০ প্রো ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে হেলিও জী ৮৮ চিপসেট। যেহেতু বর্তমানে বাজারদর ঊর্ধ্বগতি সে হিসেবে এই চিপসেটি নিয়ে বাড়তি কথা না বলাই শ্রেয় হবে। বাজেট বিবেচনায় অবশ্যই এটি একটি ভালো চিপসেট। তবে যেহেতু এটিতে ৯০ হার্ডস রিফ্রেস রেট রয়েছে তাই যদিও এটার চিপসের তুলনামূলক হারে কম তবে ডিসপ্লের কারণে পারফরম্যান্স ভালো করতে পারবে। এ ছাড়া আরজিবি রেম এটাকে আরও ভাল মোট এক্সপেরিয়েন্স প্রদান করবে। আরো োর জিবি ভেরিয়েন্ট এর যদিও একটা ফোন সঙ্গে করা হয়েছে এছাড়া ভার্চুয়াল র‍্যাম ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট করার অপশন গুলো রয়েছে। 

টেকনো স্পার্ক ১০ প্রো ক্যামেরা 

এবার ক্যামেরার সম্পর্কে কথা বলা যাক ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাথে রয়েছে বিল্ট ইন ফ্ল্যাশ। পিছনে থাকছে ৫০ মেগাপিক্স মেইন ক্যামেরা সঙ্গে আরও থাকছে সুপার নাইট মোড এবং থ্রিডি লাইট এর মত ফিচার। এছাড়াও এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলি আম্পিয়ারের ব্যাটারি যেটা যেটাকে চার্জ দেওয়ার জন্য ১৮ ওয়াটের একটি চার্জার রয়েছে। 

এছাড়া অন্যান্য ফোনের মত এটাতে বাকি অন্য সব ফিচারগুলো রয়েছে যেমন সাইডের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এফএম রেডিও সাপোর্ট, ডুয়েল ফোরজি এনএফসি ইত্যাদি। এই ফোনটি এন্ড্রয়েডের ১৩ ভিত্তিক OS 12.6 এর মাধ্যমে পরিচালিত হবে। 

টেকনো স্পার্ক ১০ প্রো প্রাইস ইন বাংলাদেশ 

দেশের মার্কেটে টেকনো স্পার্কন টি দুইটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে একটি হচ্ছে ৮ জিবি রেম অন্যটি হচ্ছে 4gb রেম কিন্তু রুম থাকবে দুটোতেই ১২৮ জিবি। ৮ জিবি এবং ১২৮ জিবি ভেরিয়েন্টের স্মার্টফোনটি মার্কেটে বাংলাদেশে পাওয়া যাবে ১৭,৯৯০ টাকা এবং 4gb রেম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়ান্ট পাওয়া যাবে ১৫,৬৯০ টাকায়। 

একনজরে টেকনো স্পার্ক ১০ প্রো এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৮ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৮
  • র‍্যাম: ৪জিবি / ৮জিবি
  • স্টোরেজ: ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরা: ৫০মেগাপিক্সেল 
  • ফ্রন্ট ক্যামেরা: ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প
বর্তমানে মার্কেটে স্মার্টফোনের দাম এবং পারফরমেন্স অথবা ফিচার এর মধ্যে যতটা গ্যাপ লক্ষ্য করছেন করা যাচ্ছে সেই তুলনায় টেকনো স্পার্ক ১০ স্মার্টফোনটি অবশ্যই একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এ ছাড়া যে ধরনের ডিজাইন করা হয়েছে সেটা এই দামের মধ্যে প্রিমিয়াম ফিল দিতে সক্ষম। মোটামুটি মিড রেঞ্জের বাজেটের মধ্যে অথবা বাজেটের মধ্যে একটা ভালো মানের স্মার্টফোন কিনতে চাইলে যদিও বর্তমান বাজার পরিস্থিতির উপর বিবেচনা করলে এটি অনেক ভালো । 

এই প্রাইস রেঞ্জের মধ্যে বাজারে চলমান অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর তুলনায় এটা শতগুনে ভালো কিছু প্রোভাইড করছে। তাই আপনি যদি 20000 টাকার নিচে একটা ভালো মানের ফোন কিনতে চান সেক্ষেত্রে এটাকে আপনার জন্য প্রথম পছন্দ হিসেবে আমি সাজেস্ট করতে পারি। 

সোর্স: টেকনো অফিসিয়াল সাইট

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

إرسال تعليق (0)
أحدث أقدم

Ads

Ads