Alhamdulillah | Abu Ubayda | Beautiful Nasheed 2023 Lyric

Alhamdulillah | Abu Ubayda | Beautiful Nasheed 2023 Lyric


 আল্লাহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

তুমি দুরে থাকতে পারো

তার রহম পারে না

তুমি ভুলে যেতে পারো

সে তো তোমায় ভুলেনা

হতে পারে নাফর মানি

খোলা আছে তওবার দ্বার

বলো তারে খুলে বলো

ফিরিস্তি গুনাহ খাতার

তুমি হারাও দিক বে দিক

ভুলে কাঁদো ঠিক বেঠিক-২

সবিযে তাহার হাতে

রাহমানুর রাহিম....

আল্লাহামদুলিল্লাহি রাব্বিল আলামিন


কিছু চাওয়ার আগে দেয় তিনি সব

তোমার চাওয়ার চেয়ে

পিছু ছেড়ে দিলেও তার রহমত

পাঠায় তোমায় ধেয়ে

তুমি ভুল বুঝলেও সে বোঝে না

তোমায় কভু ভুল

দুরে চলে গেলেও তোমায় তিনি

দেয় রহমের ফুল

আল্লাহু হুস সামাদ

আল্লাহু বাসির

ওয়াহুওয়া আলা কুল্লি শাই ইং কাদির

আল্লাহামদুলিল্লাহি রাব্বিল আলামিন


তুমি গুনাহের ভারে কাল হাশরে

পিপাসাতে কাতর

কোন ক্ষুদ্র নেকে আল্লাহ পাকের

গলবে রাগের পাথর

পিপাসাতে মিলবে তোমার 

কাওসারের পানি

এক চুমুকেই উড়ে যাবে

সব গুনাহের গ্লানি

আল্লাহু গাফুর

আল্লাহ নাসির

ওয়াহুওয়া আলা কুল্লি শাই ইং কাদির

আল্লাহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আমার নাম রোকেয়া খাতুন (রেশমা) । পেশাতে আমি একজন গৃহিনী তবে অলাইনে লেখালেখি করতে ভালবাসি। এছাড়াও ইউটিউবে ফুডবাড়ি নামে আমার একটি চ্যানেল আছে।