সরল মানুষ বাংলা ব্লগে আপনাকে স্বাগতম English Blog

রমজানের সময়সূচী ২০২৩ | রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ । Romjan Time Schedule 2023

রমজান, romjan, রমজানের সময়সূচী, রমজান মাসের ক্যালেন্ডার, Romjan Time Schedule 2023

রমজানের সময়সূচী ২০২৩ | রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩  নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। কি অবস্থা সবার আশা করছি আপনারা ভালো আছেন। বছর শেষে চলে এলো আমাদের প্রিয় রমজান মাস। প্রতিবছরের মত এবারও রমজান আমাদের জন্য রহমত বরকত মাগফেরাত নিয়ে হাজির হয়েছে। সময় মত ইফতার এবং সময়মত সেহরি করাটা আমাদের রমজানের এবাদতের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আমরা এই আর্টিকেলে রমজানের সময়সূচী ২০২৩ | রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩  সম্পর্কে সাজিয়েছি। যদি আপনি রমজানের সময়সূচি ২০২৩ লিখে ইন্টারনেটে সার্চ দিয়ে থাকেন তাহলে আই থিঙ্ক আপনি একটা ভালো জায়গায় পৌঁছে এসেছেন। নিচে রমজানের সময়সূচী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আশা করছি এই পোস্টটি আপনার আমার অনেকের উপকারে আসবে। 

বাংলাদেশের প্রতিবছর ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের সময়সূচী দিয়ে দেওয়া হয়।ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচী অনুসারে আমরা আমাদের আর্টিকেলটি সাজিয়েছি যদি কোন ত্রুটি থাকে তাহলে পরবর্তীতে আপডেট করা হবে। রমজানের সময়সূচী ২০২৩, রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩, রমজানের সময় সূচির ক্যালেন্ডার, রমজানের সময়সূচী pdf file ২০২৩ ডাউনলোড, রমজানের সময়সূচী ২০২৩ পিকচার, রমজানের সময়সূচী ২০২৩ ছবি সবকিছুই এই পোস্টের সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ। 

নিচে আমরা রমজানের সময় সূচির তিনটি বরকতময় ভাগকে আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছে। প্রথম ভাগের রহমতের দশ দিন দ্বিতীয় ভাগে নাজাতের দশ দিন এবং তৃতীয় ভাগে মাগফেরাতের ১০ দিন কে আলাদা করে সাজিয়ে দিয়েছে। এই ক্যালেন্ডারের পরবর্তী অংশে ঢাকার সময়ের সাথে অন্যান্য জেলার সময়ের কতটা পার্থক্য রয়েছে তার বর্ণনাও টেবিল আকারে সাজিয়ে দিয়েছি। 

রমজানের প্রথম ১০ দিনের সময়সূচি

রমজানতারিখদিনসেহরী (AM)ইফতার (PM)
২৩ মার্চবৃহস্পতিবার০৪ঃ৩৯০৬ঃ১৪
২৪ মার্চশুক্রবার০৪ঃ৩৮০৬ঃ১৪
২৫ মার্চশনিবার০৪ঃ৩৭০৬ঃ১৪
২৬ মার্চরবিবার০৪ঃ৩৬০৬ঃ১৫
২৭ মার্চসোমবার০৪ঃ৩৫০৬ঃ১৫
২৮ মার্চমঙ্গলবার০৪ঃ৩৪০৬ঃ১৬
২৯ মার্চবুধবার০৪ঃ৩২০৬ঃ১৬
৩০ মার্চবৃহস্পতিবার০৪ঃ৩১০৬ঃ১৭
৩১ মার্চশুক্রবার০৪ঃ৩০০৬ঃ১৭
১০১ এপ্রিলশনিবার০৪ঃ২৯০৬ঃ১৮

রমজানের দ্বিতীয় ১০ দিনের সময়সূচি

রমজানতারিখদিনসেহরী (AM)ইফতার (PM)
১১২ এপ্রিলরবিবার০৪ঃ২৮০৬ঃ১৮
১২৩ এপ্রিলসোমবার০৪ঃ২৭০৬ঃ১৯
১৩৪ এপ্রিলমঙ্গলবার০৪ঃ২৬০৬ঃ১৯
১৪৫ এপ্রিলবুধবার০৪ঃ২৫০৬ঃ২০
১৫৬ এপ্রিলবৃহস্পতিবার০৪ঃ২৪০৬ঃ২০
১৬৭ এপ্রিলশুক্রবার০৪ঃ২৩০৬ঃ২১
১৭৮ এপ্রিলশনিবার০৪ঃ২২০৬ঃ২১
১৮৯ এপ্রিলরবিবার০৪ঃ২১০৬ঃ২২
১৯১০ এপ্রিলসোমবার০৪ঃ২০০৬ঃ২২
২০১১ এপ্রিলমঙ্গলবার০৪ঃ১৯০৬ঃ২২

রমজানের তৃতীয় ১০ দিনের সময়সূচি

রমজানতারিখদিনসেহরী (AM)ইফতার (PM)
২১১২ এপ্রিলবুধবার০৪ঃ১৮০৬ঃ২৩
২২১৩ এপ্রিলবৃহস্পতিবার০৪ঃ১৬০৬ঃ২৩
২৩১৪ এপ্রিলশুক্রবার০৪ঃ১৫০৬ঃ২৩
২৪১৫ এপ্রিলশনিবার০৪ঃ১৪০৬ঃ২৪
২৫১৬ এপ্রিলরবিবার০৪ঃ১৩০৬ঃ২৪
২৬১৭ এপ্রিলসোমবার০৪ঃ১১০৬ঃ২৪
২৭১৮ এপ্রিলমঙ্গলবার০৪ঃ১১০৬ঃ২৫
২৮১৯ এপ্রিলবুধবার০৪ঃ১০০৬ঃ২৫
২৯২০ এপ্রিলবৃহস্পতিবার০৪ঃ০৯০৬ঃ২৬
৩০২১ এপ্রিলশুক্রবার০৪ঃ০৮০৬ঃ২৬

উপরে আমরা রমজানের সময়সূচির পরিপূর্ণ তালিকাটি দেখতে পেলাম। এখন দেখব ঢাকার জেলার সময়ের সাথে কোন কোন জেলার সময়ের মিল রয়েছে। নিচে যে জেলা কয়টা দেখতে পাচ্ছেন সেগুলোর সঙ্গে ঢাকার সময়ের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ ঢাকায় যেই সময়ে ইফতার এবং সহ সেহেরী করা হবে ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল এবং চাঁদপুরে ইফতার এবং সেহরি করতে হবে। 

ঢাকার সাথে সেহরীঃ নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর

এখন আমরা দেখব ঢাকার রমজানের সময়সূচী ২০২৩ এর সময় এর সঙ্গে অন্যান্য জেলার সময়ের অর্থাৎ সেহরি এবং ইফতারের সময়ের সাথে কতটা সময় যোগ অথবা বিয়োগ করতে হবে তার তালিকা। প্রথমে আমরা ঢাকার ইফতার ও সেহরির সময়সূচির সঙ্গে কতটুকু সময় যোগ করতে হবে তার তালিকা দিয়ে দিয়েছে। এবং পরবর্তী অংশে ঢাকার রমজানের সময়সূচির ২০২৩ এর তালিকার সঙ্গে কতটুকু সময় বিয়োগ করতে হবে তার তালিকা দেওয়া হয়েছে। 

সময়ের পার্থক্য ঢাকার সময়ের সাথে যোগ (সেহেরী) করতে হবে


অঞ্চলসেহরী
মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নিলফামারী১ মিঃ
বরিশাল, ভোলা, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর২ মিঃ
দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও২ মিঃ
নওগা, ঝালকাটি৩ মিঃ
নাটোর, পাবনা, রাজবাড়ি, মাগুরা পটোয়াখালি, গোপালগঞ্জ৪ মিঃ
রাজশাহী, কুষ্টিয়া, বরগুনা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ৫ মিঃ
খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাপাইনবাবগঞ্জ মেহেরপুর, সাতক্ষীরা৬ মিঃ
মেহেরপুর, সাতক্ষীরা৭ মিঃ

সময়ের পার্থক্য ঢাকার সময়ের সাথে যোগ (ইফতার) করতে হবে

অঞ্চলসেহরী
ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট১ মিঃ
খুলনা, টাঙ্গাইল, নড়াইল, মানিকগঞ্জ, ফরিদপুর২ মিঃ
শেরপুর, মাগুরা, জামালপুর৩ মিঃ
যশোর, সাতক্ষীরা, রাজবাড়ি, সিরাজগঞ্জ৪ মিঃ
পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ৫ মিঃ
বগুড়া, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মেহেরপুর৬ মিঃ
রাজশাহী, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, লালমনিরহাট৮ মিঃ
নীলফামারী, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ১০ মিঃ
পঞ্চগড়, ঠাকুরগাঁও১২ মিঃ

ঢাকার সময়ের সাথে বিয়োগ করতে হবে (সেহেরী)

অঞ্চলসেহরী
রংপুর, গাজীপুর, গাইবান্ধা, নোয়াখালী, কক্সবাজার১ মিঃ
চট্টগ্রাম, নরসিংদী, জামালপুর২ মিঃ
কুড়িগ্রাম, শেরপুর, লালমনিরহাট২ মিঃ
ময়মনসিংহ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফেনী৩ মিঃ
নেত্রকোনা, বি.বাড়িয়া, রাঙামাটি, বান্দরবন৪ মিঃ
খাগড়াছড়ি, হবিগঞ্জ৬ মিঃ
সুনামগঞ্জ, মৌলভীবাজার৮ মিঃ
সিলেট৯ মিঃ

ঢাকার সময়ের সাথে বিয়োগ করতে হবে (ইফতার)

অঞ্চলসেহরী
কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, বালকাঠি১ মিঃ
বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর২ মিঃ
বি বাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ৩ মিঃ
সিলেট, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার৪ মিঃ
ফেনী৫ মিঃ
চট্টগ্রাম, খাগড়াছড়ি৮ মিঃ
রাঙামাটি৯ মিঃ
বান্দরবান, কক্সবাজার১০ মিঃ


রমজান মাসের সময়সূচী ২০২৩ সালের পিকচার নিচে দেওয়া হল। আপনি চাইলে আপনার স্মার্টফোনে এই ছবিটির ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন। রমজান মাসের ক্যালেন্ডার অথবা রমজান মাসের সময়সূচী ২০২৩ এর পিকচারটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই পোস্ট আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন। 

রমজানের সময়সূচী ২০২৩ | রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩

আমার নাম রোকেয়া খাতুন (রেশমা) । পেশাতে আমি একজন গৃহিনী তবে অলাইনে লেখালেখি করতে ভালবাসি। এছাড়াও ইউটিউবে ফুডবাড়ি নামে আমার একটি চ্যানেল আছে।