আইটেল মোবাইলের দাম ২০২৩

লো বাজেটের স্মার্টফোনের তালিকায় আইটেল এর নাম সবার আগে চলে আসে। আজকের পোস্টে আমরা আইটেল ফোনের দাম সম্পর্কে ধারণা দেব। 10 হাজার টাকার নিচে যত ভালো স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে আইটেল প্রথম স্থান অর্জন করে রেখেছে। বাংলাদেশি ইউজারদের বেশিরভাগ লো বাজেট স্মার্টফোন ব্যবহার করে সেই জন্য এই সেগমেন্টের স্মার্টফোন এর তালিকায় আইটেল এর নাম সবচেয়ে বেশি শোনা যায়। আজকের এই নিবন্ধনে আমরা আইটেল এর যতগুলো ফোন রয়েছে সবগুলো ফোনের দাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেব। 


আইটেল এ৪৯ প্লে – itel A49 Play

আইটেল এ৪৯ প্লে – itel A49 Play
আইটেল এ৪৯ প্লে – itel A49 Play
লো বাজেটে স্টাইলিশ ডিজাইন এবং মোটামুটি ভালো মানের স্পেসিফিকেশন সহ আইটেল এ৪৯ স্মার্টফোনটি দুর্দান্ত একটি ফোন। এটিতে রয়েছে 6.3 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ভাবে থাকতে তার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং পেছনে ডুয়েল ক্যামেরা যার মেন্টালিটি হচ্ছে 5 মেগাপিক্সেল এবং সামনে রয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা সেইসাথে মেমোরি হিসেবে থাকছে 2gb রেম এবং 32gb ইন্টার্নাল স্টরেস। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই ফোনটি অপারেট করা হবে লো বাজেটের মধ্যে এটি মোটামুটি ভালো মানের একটি স্মার্টফোন। নিচে আইটেল এ ৪৯ প্লাস স্মার্টফোনটি স্পিসিফিকেশন লিখে দেওয়া হল। 
আইটেল এ৪৯ প্লে এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.৩ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৩গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ 5 মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ 2 মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৪০০০মিলিএম্প

আইটেল এ২৪ প্রো – itel A24 Pro

আইটেল এ২৪ প্রো – itel A24 Pro
আইটেল এ২৪ প্রো – itel A24 Pro

লো বাজেটের মধ্যে আইটেল এ২৪ স্মার্টফোনটি আরো আকর্ষণীয়। ফোনটিতে রয়েছে ছোট আকৃতির 5 ইঞ্চি ডিসপ্লে। বাজেট খুবই কম। 3020 মিলি এম্পিয়ার ব্যাটারী থাকছে এই ফোনটিতে আরও রয়েছে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট। মোটামুটি চলার মতো পারফর্মেন্স পাবেন এই ফোনে সেইসঙ্গে মেমোরি হিসেবে থাকছে 2gb রেম এবং 32gb স্টোরেজ। যেহেতু খুবই কম বাজেটের ফোন তাই এটাতে ক্যামেরা হিসেবে থাকছে পেছনের দিকে 2 মেগাপিক্সেল। সামনের ক্যামেরা নামমাত্র একটি ক্যামেরা। এটি মূলত গ্রামীণফোনের সাথে চুক্তিবদ্ধ হয়ে গ্রামীণফোন সেন্টার থেকে বিক্রি করা হচ্ছে। এ ধরনের বাজেট সেগমেন্টারি স্মার্টফোনগুলো বেশিদিন বাজারে স্টক থাকেনা। 
আইটেল এ২৪ প্রো এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৫ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৪গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ০.৩ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৩০২০মিলিএম্প

আইটেল এ৪৯ – itel A49

আইটেল এ২৪ প্রো – itel A24 Pro
আইটেল এ২৪ প্রো – itel A24 Pro

6.6 ইঞ্চির বিশালাকৃতির ডিসপ্লে সহ এই ফোনটিতে রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। বড় আকৃতির ডিসপ্লে এবং ভালোমানের ব্যাটারি পারফরমেন্সে জন্যই ফন্টের মোটামুটি ভালো হতে পারে। এটিতে কিছু গুরুত্বপূর্ণ সেন্সর রয়েছে যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আরো প্রয়োজনীয় অন্যান্য সেন্সর। ডিজাইনের দিক থেকে বেশ আকর্ষণীয় এই ফোনটি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। সামনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে আধুনিক দেখায়। নিচের স্মার্টফোনটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো- 
আইটেল এ৪৯ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৩গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ 5 মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ 2 মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৪০০০মিলিএম্প

আইটেল ভিশন ৫ – itel Vision 5 

আইটেল ভিশন ৫ – itel Vision 5
আইটেল ভিশন ৫ – itel Vision 5 

আধুনিক এবং রুচিসম্মত ডিজাইনের দিক থেকে আইটেল ভীষণ 5 বাজারে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এই ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লে যেটা দেখতে খুব আকর্ষণীয় লাগে। 18 ওয়াট এর ফাস্ট চার্জের সুবিধা একসঙ্গে রয়েছে 5 হাজার মিলিয়াম্পেরে  মিলিএম্পের বড় ব্যাটারি। স্মার্টফোন দিয়ে দৈনন্দিন কার্যাবলী স্মুথ পারফরমেন্সের জন্য এটা ভাল হবে কারন এটাতে রয়েছে অক্টা কোর প্রসেসর। পেছন থেকে থাকছে তিনটি ক্যামেরা গার্মেন্টে হচ্ছে আপনাকে পিক্সেল এবং সেই সঙ্গে থাকছে সামনের ক্যামেরা ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট আনলক এর সুবিধা। নিচে আইটেল ভিশন ৫ – itel Vision 5 ফোনটির দাম এবং স্পেসিফিকেশন তুলে ধরা হলো। 
আইটেল ভিশন ৫ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৩গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ৩/৪ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২/৬৪ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা মডিউল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৫০০০মিলিএম্প

আইটেল ভিশন ৩ – itel Vision 3

আধুনিক রুচিসম্মত ডিজাইনের কথা চিন্তা করলে আইটেলের আইটেল ভিশন ৩ – itel Vision 3 ফোনটি অসাধারণ বলা যায়। যে ধরনের ডিজাইন করা হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এটা একটা লো বাজেটের স্মার্টফোন। যাইহোক আইটেল ফোরজি তে থাকছে  হাজার ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। 1.2 গিগাহার্জের অক্টোবর প্রসেসরটি দৈনন্দিন পারফরম্যান্সে স্মোথ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো পছন্দ হতে পারে কারণ এক্ষেত্রে 6.6 ইঞ্চি বড় আকৃতির একটি ডিসপ্লে পাশাপাশি এটাতে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ দরকার এসব সেন্সর রয়েছে এটাতে। লো বাজেটে স্টাইলিশ ফোন কিনতে চাইলে এটা আপনার জন্য ভালোই হতে পারে। 

আইটেল ভিশন ৩ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৬গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২/৩/৪ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২/৬৪ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৫০০০মিলিএম্প

আইটেল ভিশন ৫ প্লাস – itel Vision 5 Plus

আইটেল ভিশন ৫ প্লাস – itel Vision 5 Plus
আইটেল ভিশন ৫ প্লাস – itel Vision 5 Plus

বর্তমান সময়ে আইটেল এর সবচেয়ে আলোচিত হচ্ছে আইটেল ভিশন ৫ প্লাস – itel Vision 5 Plus. একদম আধুনিক মানের ডিজাইন সম্বলিত এই স্মার্টফোনটি দেখতে খুবই আকর্ষণীয়। অনেক বেশি স্পেস সমৃদ্ধ এই ফোনটি বাজেটের বিবেচনায় বেশ ভালো। এটাতে রয়েছে 16 মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেইসঙ্গে ভালো পারফর্মেন্স এর জন্য যুক্ত করা হয়েছে ইউনিসকে 606 অক্টা কোর প্রসেসর। 18 ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধাসহ রয়েছে 5 হাজার মিলিঅ্যাম্পিয়ার বড় আকৃতির ব্যাটারি সেই সাথে রয়েছে 4gb র‌্যাম। 

আইটেল ভিশন ৫ প্লাস স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ইউনিসক টি৬০৬ অক্টাকোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ৪ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ১২৮ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৫০০০মিলিএম্প

আইটেল আলফা লাইট – itel Alpha Lite

আইটেল আলফা লাইট – itel Alpha Lite
আইটেল আলফা লাইট – itel Alpha Lite

আইটেল এর সবচেয়ে কম দামি ফনের তালিকায় রয়েছে আইটেল আলফা লাইট – itel Alpha Lite. এটাতো থাকছে এক জিবি র্যাম 8gb রম এর সাথে 5 মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং সামনের দিকে থাকছে 2 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। 
আইটেল আলফা লাইট এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৫  ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৩গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ১ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৮ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ২ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ২০৫০মিলিএম্প

আইটেল এ৩৬ – itel A36

আইটেল এ৩৬ – itel A36
আইটেল এ৩৬ – itel A36

আইটেল এ৩৬ স্মার্টফোনটিকে বেশ ভালো কিছু স্পিসিফিকেশন রয়েছে।  5.5 ইঞ্চির একটি ছোট্ট ডিসপ্লে রয়েছে সেটাকে আরও রয়েছে 1.3 গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর। এছাড়াও এই ফোনটিতে রয়েছে এক জিবি রেম এবং 16 জিবি স্টোরেজ। সামনে এবং পিছনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। বাজেট হিসেবে বিবেচনা করলে মোটামুটি ভালো একটি স্মার্টফোন। 
আইটেল এ৩৬ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৫.৫ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৩গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ১ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ১৬ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৩০২০মিলিএম্প

আইটেল এ২৫ প্রো – itel A25 Pro

আইটেল এ২৫ প্রো – itel A25 Pro
আইটেল এ২৫ প্রো – itel A25 Pro

5 ইঞ্চি ডিসপ্লে 5 মেগাপিক্সেল এবং বিবাহিত পিক্সেল এর ক্যামেরা সহ এই ফোনটি কম বাজেটের মধ্যে ভালো মানের একটা ফোন বলা যেতে পারে। যেহেতু এগুলো লো বাজেটের স্মার্টফোন তাই এখানে অনেক বেশি পারফর্মেন্স আশা করা ভুল হবে। তবে প্রাইস বিবেচনায় যে স্পেসিফিকেশন দেয়া হয়েছে সেটার কোনো অংশে কম নয়। ফোনটিতে রয়েছে 3020 মিলি এম্পিয়ার ব্যাটারী। লো বাজেটের ফোন হিসেবে ডিজাইন মোটামুটি ভালো। 
আইটেল এ২৫ প্রো এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৫ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ১৬ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ২ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৩০২০মিলিএম্প

আইটেল এ২৬- itel A26

আইটেল এ২৬- itel A26
আইটেল এ২৬- itel A26
আইটেল এ২৬- itel A26 ফোনটিও কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালো একটু ফোন। এটাতে মাঝারি সাইজের 5.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং ইউনিসক এসসি৯৮৩২ই প্রসেসর যদিও এটা সচরাচর পরিচিত সব থেকে আলাদা। মেমোরি হিসেবে থাকছে 2gb রেম এবং 32gb ইন্টার্নাল স্তরেজ শেষে ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বাজেট হিসেবে যেহেতু পণ্যের দাম খুব কম সেই দিক থেকে বিবেচনা করলে এটার ব্যাটারি রয়েছে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার। 
আইটেল এ২৬ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৫.৭ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ইউনিসক এসসি৯৮৩২ই প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ 2 মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৩০০০ মিলিএম্প

আইটেল এ৪৭ – itel A47

আইটেল এ৪৭ – itel A47
আইটেল এ৪৭ – itel A47
আইটেল এ৪৭ – itel A47 কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো মানের একটি স্মার্টফোন। যারা mid-level ব্যবহারকারী তাদের জন্য একটা ভালো পছন্দ হতে পারে। ডিজাইনের কথা বললে যে কেউ কে এই ফোনটি আকর্ষিত করবে। যত কম মূল্যের ফোন সেহেতু এটা তো আমরা প্রিমিয়াম ফোনের ফিচার পাব না তবে যা পাবো তাই বিবেচনায় খুব ভালো। আইটেল এর অন্যান্য স্মার্টফোন গুলোর মধ্যে এটার স্পেসিফিকেশন যেমন 5.5 ইঞ্চি ডিসপ্লে , 2gb রেম,  32 জিবি ইন্টারনাল স্টোরেজ,  5 মেগাপিক্সেল ক্যামেরা,  5 মেগাপিক্সেল ক্যামেরা সেইসাথে 3020 মিলি এম্পিয়ার ব্যাটারী। 

আইটেল এ৪৭ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৫.৫ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ স্প্রেডট্রাম এসসি৭৭৩১ই প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৩০২০ মিলিএম্প


আইটেল এ৪৮ – itel A48

আইটেল এ৪৮ – itel A48
আইটেল এ৪৮ – itel A48
আইটেল এ৪৮ – itel A48 এই ফোনটি আইটেল এর সবগুলো ফোনের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। প্রথম দেখাতে কেউ বুঝতে পারবে না এটা একটা বাজেট ফোন। কাউকে যদি বলা না হয় তাহলে প্রথমে সে বলতে পারবে না এই ফোনটার দাম কত। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এটাতে রয়েছে বড় সাইজের সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এছাড়া প্রসেসর হিসেবে থাকছে 1.4 গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর যেটা ভালো পারফরমেন্স দিতে সক্ষম। থাকছে সামনে এবং পেছনের 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাটারির জন্য থাকছে দুই হাজার মিলিয়াম্পেরে জাতীয়। যদিও এখনকার ফোনের 2 জিবি র্যাম মানানসই নয় তবে বাজেট বিবেচনা করলে এটা মেনে নিতে হবে। 
আইটেল এ৪৮ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.১ ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৪গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৩০০০ মিলিএম্প

আইটেল ভিশন ১ প্রো – itel Vision 1 Pro

আইটেল ভিশন ১ প্রো – itel Vision 1 Pro
আইটেল ভিশন ১ প্রো – itel Vision 1 Pro
আইটেল এর বাজেট ফোন গুলোর মধ্যে এটি অন্যতম একটি কম্পিউটার ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। অভ্রন সব ফোনগুলোতে স্পেক প্রায় একই রকম তাই এটা কেউ আলাদা করে বলার কিছু থাকছে না। যেহেতু আইটেল এর প্রত্যেকটা ফোন একই প্রাইস রেঞ্জের মধ্যে থাকে তাই এটার স্পেসিফিকেশন গুলো প্রায় একই রকম থাকে। ব্যাপার হচ্ছে যে আপনার ফোন যেটা পছন্দ হবে ডিজাইন এর কথা বলছি আর কি সেটা নিয়ে নেবেন। আইটেলের এই ফোনটিতে 6.5 ইঞ্চি ডিসপ্লে 8 মেগাপিক্সেল করে সামনে এবং পেছনের ক্যামেরা এবং 4 হাজার মিলিয়াম্পেরে মোটামুটি ভালো মানের একটা ব্যাটারি। 
আইটেল ভিশন ১ প্রো এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.৫  ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ ১.৪গিগাহার্জ কোয়াড কোর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৪০০০ মিলিএম্প

আইটেল ভিশন ২এস- itel Vision 2s

আইটেল ভিশন ২এস- itel Vision 2s
আইটেল ভিশন ২এস- itel Vision 2s
আইটেল ভিশন ২এস- itel Vision 2s আইটেল বাজারে ভালো হাই তুলতে পেরেছেন এই ফোনটি দিয়ে। যদিও আইটেল তাদের প্রত্যেকটা ফোন মার্কেটে ব্যাপক সফলতা পেয়েছে শুধুমাত্র বাজেট বিবেচনা করে। সে দিক দিয়ে বিবেচনা করলে এই ফোনটির পিছে পড়ে নেই। যারা বড় সাইজের ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি বড় সাইজের একটা ডিসপ্লে ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা । এটাতো রয়েছে 5000 মিলি এম্পিয়ার এর ব্যাটারি। 
আইটেল ভিশন ২এস এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লের সাইজঃ ৬.৫২  ইঞ্চি
  • প্রসেসর এর নামঃ.৬গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • র‌্যামের পরিমাণঃ ২ জিবি
  • ইন্টারনাল স্টোরেজঃ ৩২ জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারির পরিমাণঃ ৫০০০ মিলিএম্প
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads