টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ

টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ

টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ

আসসালামুআলাইকুম প্রিয় সুধী আপনাদের সামনে আজকে যে আলোচনাটি করব সে আলোচনাটি হচ্ছে টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ ।এ সমস্ত বিষয় সবাই গুগোলে সার্চ করে থাকে মোটামুটি সবাই জানেন এ বিষয়ে কেউ সঠিক পরামর্শ এপর্যন্ত দিতে পারে নাই সবাই মনোযোগ সহকারে আমার এই পোস্টটি পড়বেন তাহলে আজকে জানতে পারবেন টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ গ্রামের সুন্দর টিন সেড বাড়ির ডিজাইন নকশা ও খরচ। আমরা অনেকেই আছি যারা গ্রামের বাড়ির ডিজাইন নকশা ও খরচ সম্পর্কে জানিনা। সুন্দর টিনশেড বাড়ির ডিজাইন নকশা ও খরচ কিভাবে করবেন তাই নিয়ে আজকের পোস্ট ।টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ।

একদম কম খরচে টিন দিয়ে ছাদের মতো টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ বাড়ির দুর্দান্ত ডিজাইন

ছোট হোক বা বড় প্রত্যেকের মনে থেকে থাকে একটা নিজে’র বাড়ির স্বপ্ন । আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ইতিমধ্যে নিজেদের বাড়ি তৈরি করে ফে’লে ছেন । কিন্তু আবার এমন অনেকে আছেন যারা নিরন্তন করে চলেছেন পরিশ্রম শুধুমাত্র এলটি নিনের বাড়ি তৈরি করবেন বলে । নিজে’র একটি স্বপ্নের বাড়ি তৈরি ক’রতে গেলে লাগে পরিশ্রম তার সাথে সাথে লাগে টাকাপয়সা।অনেকে জীবনে টাকা পয়সা জমিয়ে উঠতে পারে না। ফলে তাদের ব্যাংকের লোনের দিকে যেতে হয় যেখানে আরো বড় বি’প’দ।আমি এই মুহূ’র্তে আপনার সামনে বলতে চলেছি কম খরচে বাড়ির সৌন্দর্যতা বাড়িয়ে কিভাবে একটি অত্যাধুনিক ডিজাইন এ বাড়ি তৈরি করা যেতে পারে। 

এই আলোচনায় আমি শুধুমাত্র আপনাদের টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ এর ন্যূনতম একটি ধারণা প্রদান করব। এরপর সেই ধারণার উপির আপনি নিজে’র চিন্তা ভাবনা যোগ ক’রতে পারেন। সে ক্ষেত্রে বেড়ে যাবে কিছুটা ব্যয়ের পরিমাণ।আমাদের মধ্যে অনেকেই যখন বাড়ি তৈরি করি তখন বাড়ির ছাদ ঢালাই এর সময় বুঝতে পারি যে সেখানেই লে’গে গেছে অর্ধেক টাকা। কারণ কে মজবুত হওয়া অত্যন্ত জ’রুরি । কিন্তু বর্তমান প্রজ’ন্মের এমন বেশ কিছু বাড়ি দেখা গেছে যেখানে অর্ধেক ছাদ এবং অর্ধেক রয়েছে টিনসেড । 

কি এই টিনসেড? জা’নাবো আপনাদের বি’স্তারিত। টিন দিয়ে তৈরি ছাদকে টিনসেড ছাদ বলে । বাড়ির ব্যয় কমানোর জন্য অনেকে ছাদের পুরো অংশটি সিমেন্ট ঢালাই করে না। বাড়ির ছাদের অর্ধেক অংশটি সিমেন্ট ঢালাই করে যেখানে রাখা যেতে পারে জলের ট্যাঙ্ক বা অন্যান্য যাবতীয় কিছু। এবং অপর পক্ষে অর্ধেক দেয় টিন সেড। এর ফলে কি হয় বাড়ির যে তৈরির খরচ অনেকাংশে কমে যায় । এর পাশাপাশি বাড়ি দে’খতে সুন্দর হয়ে ওঠে ।

আরো পড়ুনঃ 

যেকোন টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ

সম্পর্কে জানতে যোগাযোগ করুন।ইঞ্জিনিয়ার আব্দুল কাদের ইমু নাম্বার-01684246414

গ্রামের সুন্দর টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ

আপনি যদি টিনশেড বাড়ি করতে চান তাহলে আপনাদের প্রথমে কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করতে হবে। যেমন সুন্দর বাড়ির আবার কতটি বেড্রুম করতে যাচ্ছেন সেসব বিষয় মাথায় রাখতে হবে।

টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ যা যা থাকবে

  • বেডরুম:  তিনটি বেডরুমের আয়তন যথাক্রমে ১৬৭, ২২৫, ও ১৫৬ স্কয়ার ফিট)
  • টয়লেট: ২ টি (৩৯ ও ৪২ স্কয়ার ফুট) 
  • কিচেন + ডাইনিং রুম: ১ টি (১৫৮ স্কয়ার ফিট )
  • লিভিং রুম : ১ টি (২৬৫ স্কয়ার ফিট )
  • কার পারকিং : ১টি (৩৬২ স্কয়ার ফিট )

টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ

এই বাড়িটি নির্মাণ করতে আনুমানিক খরচ হবে 24 থেকে 25 লক্ষ টাকা। টিনের বাড়ি যা যা লাগবে  সেসব জিনিসের দাম নিম্নে তুলে ধরা হলোঃ

  • ইটের সংখ্যা= ১৮,৯০০ টি।
  • প্রতিটি ইটের দাম ১৫ টাকা করে হলে।
  • মোট দাম হয় = ২৮৩,৫০০/- টাকা।

  • রড লাগবে=  2300 কেজি
  • প্রতি কেজি রডের দাম 85 টাকা করে হলে।
  • মোট দাম হয় 195 হাজার 500 টাকা।
  •  সিমেন্ট লাগবে- 396 ব্যাগ।
  •  সিমেন্টের দাম 500 টাকা করে হলে মোট দাম হয় 198 হাজার টাকা।
  •  ঢালাইয়ের বালি লাগবে 475 সিএফটি।
  •  প্রতি স্ত্রীর দাম- 70 টাকা করে হলে মোট দাম হয় 33 হাজার 250 টাকা।
  •  সাদা গাঁথুনি প্লাস্টার বালি লাগবে- 925 সিএফটি।
  •  প্রতিটি বালির দাম 50 টাকা করে হলে ।
  • মোর দাম হয় 46 হাজার 250 টাকা।
  • ইটের খোয়া লাগবে  940 সিএফটি।   প্রতি সিএফটির দাম 130 টাকা করে হলে ।
  •  হয় 1 লক্ষ 20 হাজার 200 টাকা।
  • চালের জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রফাইল শীত লাগবে -1680 স্কয়ার ফিট  প্রতি স্কয়ার ফিট মালামাল শুভ কাজের মূল্য- 350 টাকা করে হলে দাম হয়-588,000  টাকা
  • জিপসাম বোর্ডের ফল সিলিং লাগবে 1625 স্কয়ার ফিট 
  •  প্রতি স্কয়ার ফুট মালামালসহ কাজের মূল্য- 75  টাকা করে হলে। মোট দাম হয়121,875  টাকা।
  • রড মিস্ত্রি রাজমিস্ত্রি গড  প্রতি স্কয়ার ফিট- 250 টাকা করে হলে।1625  স্কয়ার ফিট  খরচা হবে 406,250  টাকা। 

টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ অনুমানিক অন্যান্য খবরঃ

  • দরজার জন্য খরচা হবে-57,000/- টাকা।
  • জানালার জন্য খরচা হবে-144,000/- টাকা।
  • প্লাম্বিং এবং এবং সেনেটারী কাজের জন্য খরচা হবে-80,000/- টাকা।
  •  ইলেকট্রিক্যাল কাজের জন্য খরচা হবে-56,000/- টাকা।
  • বাড়ির বাড়ির রং এর জন্য খরচা হবে-60,000/- টাকা।
  • বাড়িটি নির্মাণের জন্য মোট খরচ হবে-2 244,40,825/-  টাকা।
  • প্রতিটি বর্গফুটে খরচা হবে-1 100502/-  টাকা।

রাজমিস্ত্রি কাজের প্রয়োজনীয় ম্যাটারিয়াল এর বাজার মূল্য স্থান-কাল ভেবে কমবেশি হতে পারে। এটা বাজারে চাহিদা। ছাদের উপর প্রতি ফ্লোরে শতকরা 10 থেকে 20 পার্সেন্ট হারে বৃদ্ধি হতে পারে অথবা 10 থেকে 20 পার্সেন্ট হারে কমতে পারে এছাড়া রাজমিস্ত্রির এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজারমূল্য ঠিক করলে ভালো হয়।

বিশেষ দ্রষ্টব্যঃ  

টিন সেড বাড়ির ডিজাইন ও খরচ মালিক যদি নিজে মালামাল কিনে কাজ করাতে পারেন তাহলে উক্ত হিসাব কৃত টাকা দিয়ে কাজ শেষ করতে পারবেন। এবং এখান থেকে কিছু টাকা বাঁচাতে পারবেন তবে কাউকে বানানোর জন্য কন্টাক দিলে উক্ত হিসাবের টাকা লাগতে পারে অথবা এরচেয়ে কিছু টাকা বেশি লাগতে পারে। 

Dr. Sujon Mia

সততা হোমিও হলঃ প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে,দুরারোগ্য মনে করে কোন রোগ সম্বন্ধে উদাসীন হইও না। -হাদীসে রাসূল (সাঃ) । স্বাস্থ্য সংক্রান্ত হোমিও চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। মোবাইলঃ +8801712-671689,01911-986079

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads