ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে আজকে আলোচনা করব। ১৯৩০ সালে থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ এ পর্যন্ত বেশ কয়েকবার বিশ্বকাপ আয়োজন করেছে তার মধ্যে কোন কোন দেশ কতবার ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকায় অংশও পেয়েছে সেটা আপনাকে দেখাবো। 

আপনি চাইলে নিচে থেকে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকাটি দেখে নিতে পারেন।  ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ যদিও ১৯৪৬ এবং ১৯৪২  সালে খেলা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া খেলা দুটো বাদে এ পর্যন্ত 21 বল ফিফা বিশ্বকাপ খেলা আয়োজন করা হয়েছে। 

তারমধ্যে বিশ্বকাপ জিতেছে মাত্র আটটি দেশ।  যদিও পাঁচটি দেশ একাধিকবার বিশ্বকাপ জেতার রেকর্ড গড়েছে শেষ পর্যন্ত ফ্রান্স সেই তালিকা সঙ্গে যুক্ত হয়েছে গত বিশ্বকাপে।  আপনার ব্রাজিল এপর্যন্ত 5 বার বিশ্বকাপ জিতে,  জার্মান বিশ্বকাপ ঘরে তুলে   ৪ বার,  বিশ্বকাপের মতো আত্মমর্যাদাপূর্ণ পদ্ধতি ইতালি চারবার অর্জন করেছে,  এছাড়া আরজেনটিনা দুইবার,  উরুগুয়ের দল দুইবার  এবং ফ্রান্স এবার গত বিশ্বকাপে জেতার পর দুইবার তাদের কাপটি ঘরে তুলতে সক্ষম হয়েছে।  

স্বাগতিক

জয়ী

ফলাফল

২০১৮ রাশিয়া

ফ্রান্স

ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া

২০১৪ ব্রাজিল

জার্মানি

জার্মানি ১-০ আর্জেন্টিনা

২০১০ দক্ষিণ আফ্রিকা

স্পেন

স্পেন ১-০ হল্যান্ড

২০০৬ জার্মানি

ইতালি

১-১, টাইব্রেকারে ইতালি ৫-৩ ফ্রান্স

২০০২ জাপান/দ. কোরিয়া

ব্রাজিল

ব্রাজিল ২-০ জার্মানি

১৯৯৮ ফ্রান্স

ফ্রান্স

ফ্রান্স ৩-০ ব্রাজিল

১৯৯৪ যুক্তরাষ্ট্র

ব্রাজিল

০-০, টাইব্রেকারে ব্রাজিল ৩-২ ইতালি

১৯৯০ ইতালি

জার্মানি

জার্মানি ১-০ আর্জেন্টিনা

১৯৮৬ মেক্সিকো

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৩-২ জার্মানি

১৯৮২ স্পেন

ইতালি

ইতালি ৩-১ জার্মানি

১৯৭৮ আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৩-১ হল্যান্ড

১৯৭৪ জার্মানি

জার্মানি

জার্মানি ২-১ হল্যান্ড

১৯৭০ মেক্সিকো

ব্রাজিল

ব্রাজিল ৪-১ ইতালি

১৯৬৬ ইংল্যান্ড

ইংল্যান্ড

ইংল্যান্ড ৪-২ জার্মানি

১৯৬২ চিলি

ব্রাজিল

ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া

১৯৫৮ সুইডেন

ব্রাজিল

ব্রাজিল ৫-২ সুইডেন

১৯৫৪ সুইজারল্যান্ড

জার্মানি

জার্মানি ৩-২ হাঙ্গেরি

১৯৫০ ব্রাজিল

উরুগুয়ে

উরুগুয়ে ২-১ ব্রাজিল

১৯৪৬

হয়নি

 

১৯৪২

হয়নি

 

১৯৩৮ ফ্রান্স

ইতালি

ইতালি ৪-২ হাঙ্গেরি

১৯৩৪ ইতালি

ইতালি

ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া

১৯৩০ উরুগুয়ে

উরুগুয়ে

উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads