ফিফা কাতার ফুটবল বিশ্বকাপে ২০২২ ব্রাজিলের খেলা কবে

ব্রাজিলের খেলা কবে ২০২২ । ব্রাজিলের সকল ম্যাচের সময়সূচি ২০২২ - Brazil all Matches Schedule 2022

ব্রাজিলের খেলা কবে ২০২২ । ব্রাজিলের সকল ম্যাচের সময়সূচি ২০২২ - Brazil all Matches Schedule 2022

 বিশ্বকাপে যতগুলো ফেভারিট দল রয়েছে তার মধ্যে ব্রাজিল অন্যতম । এ পর্যন্ত সর্বাধিক বার বিশ্বকাপ পদক সম্মানের সাথে জিতে নিয়েছে ব্রাজিল।  ব্রাজিল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্রাজিলের খেলা দেখার জন্য।  আজকে আমরা ব্রাজিলের খেলার সময়সূচী প্রকাশ করব ফিফা কাতার বিশ্বকাপ 2022 এর সময়সূচি অনুযায়ী। 
ব্রাজিলের সময়সূচী জানার জন্য আলাদা করে সময়সূচী দেখার প্রয়োজন নেই বরং আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর সময়সূচী টা দেখে নিলেই হবে।  তবুও যদি আপনার আলাদা করে দেখার প্রয়োজন হয় তাহলে আমি এখানে ব্রাজিলের খেলা কোন দিন অনুষ্ঠিত হবে তার একটা তালিকা দিয়ে দিয়েছি। 

ফিফা কাতার ফুটবল বিশ্বকাপে ২০২২ ব্রাজিলের খেলা কবে



গ্রুপ-জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

আমরা জানি যে কাতার বিশ্বকাপ 2022 ড্র-এর মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন দল কোন দলের বিপক্ষে খেলবে। ড্রয়ের মাধ্যমে দল নির্ধারণ করতে যেয়ে নেইমারের দল পেয়েছে জি গ্রুপ। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়ার, ক্যামেরুন। 24 নভেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলার মাধ্যমে শুরু হবে তাদের বিশ্বকাপ লড়াইয়ের মিশন। 

আমরা জানি এ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০২২)  কাপ জয় করে নিয়েছে।  এবং রানার আপ হয়েছে দুবার ১৯৫০ এবং ১৯৯৮ সাল। বিশ্বকাপ ফুটবলের পারফরম্যান্সের দিকে লক্ষ্য করলে ফিফা প্রকাশিত একটি তালিকায় মার্চে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। সে দিক থেকে এবার বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল হচ্ছে ব্রাজিল।  এছাড়া কনমেবলেও পয়েন্ট তালিকায় তাদের অবস্থান শীর্ষে।

তারিখ ম্যাচ বাংলাদেশ – ভারত – স্থানীয় সময় (কাতার)
স্টেডিয়াম
২৪ নভেম্বর সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন বিকাল ৪টা -৩:৩০ মিনিট – ১টা আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরা
২৫ নভেম্বর ব্রাজিল বনাম সার্বিয়া ১টা – ১২:৩০ মিনিট – রাত ১০টা (২৪ নভেম্বর) লুসাইল স্টেডিয়াম, লুসাইল
২৮ নভেম্বর ক্যামেরুন বনাম সার্বিয়া বিকাল ৪টা -৩:৩০ মিনিট – দুপুর ১টা আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরা
২৮ নভেম্বর ব্রাজিল বনাম সুইজারল্যান্ড রাত ১০টা – ৯:৩০ মিনিট – রাত ৭টা রাস আবু আবুদ – স্টেডিয়াম ৯৭৪
৩ ডিসেম্বর ক্যামেরুন বনাম ব্রাজিল ১টা – ১২:৩০ মিনিট – রাত ১০টা (২ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়াম
৩ ডিসেম্বর সার্বিয়া বনাম সুইজারল্যান্ড ১টা – ১২:৩০ মিনিট – রাত ১০টা (২ ডিসেম্বর) রাস আবু আবুদ – স্টেডিয়াম ৯৭৪

শাহীন

আমার নাম মোঃ শাহীনুর ইসলাম । সবাই শাহীন বলে ডাকে। ব্যবসা সংক্রান্ত আলোচনা এবং টেকনোলজি নিয়ে পড়ে থাকতে ভাল লাগে। আমি চাই এই ব্লগের মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads