Samsung Galaxy F13 Price in Bangladesh

Price in Bangladesh 
৳23,399 4/64 GB
Samsung Galaxy F13

Samsung Galaxy F13 Full Specifications

First Release June 29, 2022
Color: Waterfall Blue, Sunrise Copper, Nightsky Green
Display
Size: 6.6 inches
Resolution: Full HD+ 1080 x 2408 pixels (400 ppi)
Technology: PLS LCD Touchscreen
Features: ✅ Corning Gorilla Glass 5
Multitouch
Hardware
System chip: Exynos 850 (8 nm)
Processor: Octa core, up to 2.0 GHz
GPU: Mali-G52
RAM: 4 GB
Internal storage: 64 GB (eMMC 5.1)
Storage expansion: ✅ Dedicated slot
OS: Android 12 (One UI Core 4.1)
Battery
Capacity: 00 mAh (non-removable)
Type: Lithium-polymer
Charging: ✅ 15W Fast Charging
Camera
Rear Camera: Triple 50+5+2 Megapixel
PDAF, f/1.8, ultrawide, depth, LED flash, HDR & more
Full HD (1080p)
Front Camera 8 Megapixel
F/2.2 aperture, HDR & more
Full HD (1080p)
Design
Dimensions: 165.4 x 76.9 x 9.3 millimeters
Weight: 207 grams
Materials: Minimal Notch, Gorilla Glass 5 front, plastic body
Connectivity
Network: 2G, 3G, 4G
SIM: Dual Nano SIM
WLAN ✅ dual-band, Wi-Fi hotspot
Bluetooth: ✅ v5.0, A2DP, LE
GPS ✅ A-GPS, GLONASS, BDS, Galileo
Radio ✅ FM
USB v2.0, OTG, Type-C, NFC

আজকে আমরা Samsung Galaxy F13 Price in Bangladesh সম্পর্কে এবং এটার অন্যান্য কি কি ফিচার রয়েছে তা সম্পর্কে আলোচনা করব ।  আমরা জানি Samsung ভালো মানের ফোন বিক্রি করার কারণেই মূলত বাংলাদেশ এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। 

এই ফোনটিতে রয়েছে 6.6 inches Full HD+ PLS LCD screen.  ডিসপ্লেটি হচ্ছে ফুল ভিউ ওয়াটার ড্রপ নচ ডিজাইন। পেছনদিকে তিনটা ক্যামেরা রয়েছে  50+5+2 মেগাপিক্সেল এবং যাদের সাথে আরও রয়েছে  PDAF, f/1.8 aperture, ultrawide, depth sensor, LED flash etc. সেইসাথে এটাতে রয়েছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং অপশন। সামনে দিকে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। 

Samsung Galaxy F13 ফোনটিতে রয়েছে 6000mh ব্যাটারি যার সাথে 15 ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। 4 GB RAM, 2.0 GHz octa-core CPU and Mali-G52 GPU. ফোনের পারফরম্যান্স কে আরো অনেক দূর বাড়িয়ে দিবে । Exynos 850 (8 nm) chipset হচ্ছে স্মার্টফোনের  প্রাইস হিসেবে আর একটা ভালো দিক। এছাড়া এটাতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যেটাকে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে আরও  বৃদ্ধি করা যাবে। এছাড়া সাইডের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

অন্যান্য সকল স্মার্টফোনের মতো প্রয়োজনীয় বাকি ফিচারগুলো রয়েছে যেমন এফএম রেডিও ডুয়েল সিম ফেস আনলক ইত্যাদি। 

প্রাইস বিবেচনায় এই ফোনটির ভালো দিকগুলো হচ্ছে স্টাইলিশ ডিজাইন 6.6 inches large Full HD+ screen, Gorilla Glass 5.  এছাড়া ফোন এবং ব্যাক কেমেরা মোটামুটি ভালো।  আরেকটু ভালো দিক হচ্ছে এটার ব্যাটারি যা ৬০০০ এমএএইচ।  এছাড়াও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম 4gb রম 64gb রম ফোনটির আরেকটি ভালো দিক ।
শাহীন

আমার নাম মোঃ শাহীনুর ইসলাম । সবাই শাহীন বলে ডাকে। ব্যবসা সংক্রান্ত আলোচনা এবং টেকনোলজি নিয়ে পড়ে থাকতে ভাল লাগে। আমি চাই এই ব্লগের মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads